মুক্তিযুদ্ধের রাজ সাক্ষী বিয়ানীবাজারের ডাকবাংলো প্রাঙ্গন

মহসিন রনিঃ মুক্তিযুদ্ধের ৪৯ বছর পেরিয়ে গেলেও এখনো রাজ সাক্ষী হয়ে আছে বিয়ানীবাজার ডাক বাংলো প্রাঙ্গন। তৎকালীন সময়ে এই জায়গা থেকে বিয়ানীবাজারের প্রথম মুক্তিযোদ্ধা দলটি রওনা হয়। তবে পাকিস্তানি পাক হানাদার বাহিনীর সদস্যরা এই স্থানটিতে নিয়ে এসে জুলুম অত্যাচার চালাতো মানুষের উপর। গাছের সাথে বেধে পাশবিক নির্যাতন চলতো দিনের পর দিন,হত্যা খুন ধর্ষনের পরিকল্পনা হতো এই বাংলোতে।
বাংলোর রান্না ঘরের পাশে কাঠাল গাছে বেধে পা উল্টো করে নির্যাতন চালানো হতো সাধারণ মানুষের উপর। তাদের এই অমানবিক নির্যাতন থেকে নারী পুরুষ কেউ রক্ষা পায়নি। জানা যায়, এপ্রিলের শুরুতে বিয়ানীবাজার থেকে মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ প্রত্যশী ৪০জনের প্রথম দলকে প্রশিক্ষন দেয়ার আগে সওজ ডাকবাংলোর টিলার উপরে চল্লিশ জন তরুণ যুবককে শপথ বাক্য পাঠ করান কথাসাহিত্যিক রাজনীতিক আকাদ্দাস সিরাজুল ইসলাম। এসময় উপস্থিত জনগণও মাটিতে হাত রেখে শপথ নেন।
পাকবাহিনীর অবস্থানে এই ডাকবাংলো তখন হয়ে উঠে তাদের অপকর্মের প্রধান আস্তানা। ক্যম্প প্রধান ক্যাপ্টেন ইফতেখার হোসেন গন্দল এখানেই অবস্থান নেয়। বিভিন্ন স্থান থেকে মহিলাদের ধরে এখানে আনা হতো গন্দলের লালসা পূরণ করতে। বাংলোর চত্বরে মাদুর বিছিয়ে বসতো শান্তি কমিটির মজলিসে শুরার বৈঠক।
মুক্তিযোদ্ধা খয়রুল আলম বলেন, ডাক বাংলোতে নানা রকম অপকর্মে লিপ্ত ছিল পাক সেনারা, নারী পুরুষকেউ বাদ যায়নি তাদের জুলুম নির্যাতন থেকে। ধরে নিয়ে এসে গাছের সাথে বেধে চালানো হতো পাশবিক নির্যাতন।
৪৯ বছর পেরিয়ে গেলেও মুক্তিযুদ্ধের ইতিহাস এখানে অজানা বিয়ানীবাজারের তরুন প্রজন্মের কাছে। তবে ঐতিহাসিক এই স্থান গুলো সঠিক পর্যবেক্ষণ ও সংরক্ষণ করে না রাখা হলে পরবর্তী প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস জানা থেকে দুরে থাকবে এমনটাই মনে করছেন মুক্তিযোদ্ধারা।