বিয়ানীবাজার সংবাদ
বিশ্বনবীকে অবমাননার প্রতিবাদে বিয়ানীবাজারে তৌহিদি জনতার বিশাল বিক্ষোভ

বিয়ানীবাজার টাইমস-ফ্রান্সে ইসলাম নিয়ে বিরূপ মন্তব্য ও বিশ্বনবীকে কটুক্তি করায় এর প্রতিবাদে বিয়ানীবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সর্বস্তরের তৌহিদি জনতা।
সোমবার (২৬ অক্টোবর) বিয়ানীবাজার কেন্দ্রীয় মসজিদ থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে দক্ষিণ বাজার প্রদক্ষিণ করে ছত্তার মার্কেট এর সামনে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে পথ সভায় রায়হান আহমদের সঞ্চালনায় মাওলানা আতিকুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা ছাত্র জমিয়ত সভাপতি ফরহাদ আহমদ, জেলা জমিয়ত সহ সভাপতি আলহাজ্ব সামছুদ্দিন, বিয়ানীবাজার উপজেলা জমিয়ত সভাপতি মাওলানা আব্দুস শহিদ।
এ সময় বক্তারা বিশ্বনবীকে নিয়ে ব্যঙ্গচিত্র তৈরি করায় ফ্রান্সের সকল পণ্য বয়কট সহ এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান।