বিয়ানীবাজারে কুড়ারবাজারে উপ-নির্বাচনে সদস্য নির্বাচিত হয়েছেন খয়রুল আলম
বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে উপনির্বাচনে বিজয়ী হয়েছেন ফুটবল প্রতীকে খয়রুল আলম। তিনি ফুটবল প্রতীকে ৪৯১টি ভোট পান, তার নিকটতম প্রতিদ্বন্ধি মোরগ প্রতীকে মখলিছ উদ্দিন পেয়েছেন ২৯৮ ভোট এবং অপর আরেক প্রার্থী তালা প্রতীকের আব্দুল বাছিত পেয়েছেন ২৩৬ ভোট।
মঙ্গলবার (২০ অক্টোবর) ভোট গণনা শেষে সন্ধ্যায় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আরিফুর রহমান সুয়েব বেসরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
এর আগে সকাল ৯টা থেকে শুরু হয়ে দেউলগ্রাম দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শান্তিপূর্ণভাবে টানা ভোট গ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ওয়ার্ডে সাধারণ সদস্য পদে উপনির্বাচনে ১ হাজার ৭’শ ৬০ জন ভোটারের মধ্যে ১ হাজার ৩৫জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটাধিকার প্রয়োগ করেছেন ৫৮ শতাংশ ভোটার। এর মধ্যে ১০টি ভোট বাতিল হয়।
উল্লেখ্য, এ ওয়ার্ডের ইউপি সদস্য হাজী আব্দুর রাজ্জাক চলতি বছরের জানুয়ারি মাসে মৃত্যুবরণ করায় উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।