মেয়াদোত্তীর্ণ অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে চলছে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্স (ভিডিওসহ)

বিয়ানীবাজার টাইমস প্রতিবেদনঃ পূর্ব সিলেটে চিকিৎসার ক্ষেত্রে রোগীদের জন্য আস্থার এক নাম বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রতিদিন শুধু বিয়ানীবাজার উপজেলার রোগী নয় আশেপাশের আরো একাধিক উপজেলা থেকে চিকিৎসা নিতে আসেন রোগীরা। জাতীয়ভাবে পুরষ্কারপ্রাপ্ত এই হাসপাতালটি চলছে মেয়াদোত্তীর্ণ অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে। সম্প্রতি বিয়ানীবাজারে একাধিক অগ্নিকান্ডের ঘটনায় যেখানে ক্ষয়ক্ষতির পরিমান বেড়েই চলেছে সেখানে অগ্নি নির্বাপকের জন্য নেই সঠিক ব্যবস্থা।
সরেজমিনে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের প্রবেশ পথে সিড়ির দিয়ে উঠবার সময় চোখে পড়ে একটি অগ্নি নির্বাপক যন্ত্র, নতুন রং করার কারনে এই যন্ত্রের মোড়কে লেখা নেই কোনো কিছুই, নেই কবে শেষ হবে মেয়াদ। এতে অনেকটাই ঝুঁকিতে রয়েছেন এই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা মানুষ।
চারখাই থেকে রোগী নিয়ে হাসপাতালে আসা এক রোগীর স্বজন জানান, বিয়ানীবাজারে এত বড় একটি সরকারি হাসপাতালে যেখানে অগ্নি নির্বাপক যন্ত্র মাত্র একটি তাও মেয়াদোত্তীর্ণ। বিপদে বলে এসে না হাসপাতাল কর্তৃপক্ষের উচিত বিষয়টি দ্রুত সংশোধন করা।
এস এম আবিদ নামের আরেকজন বলেন, হাসপাতালটি উপজেলা পর্যায় একমাত্র সরকারি হাসপাতাল হওয়াতে দরিদ্ররা এখানে চিকিৎসা নিতে আসে। প্রবেশ পথে হাত ধোয়ার ব্যাবস্থা থাকলে নেই হ্যান্ড ওয়াস কিংবা সাবান। এ ছাড়াও অগ্নি নির্বাপক যন্ত্রটি মেয়াদ উত্তীর্ণ হওয়াতে যেকোনো সময় দুর্ঘটনা এড়ানো অসম্ভব হবে বলে মনে করছেন তিনি। হাসপাতালে যেখানে নিরাপদ জীবনের জন্য ছুটে আসেন রোগীরা সেখানে এখন অনেকটায় অনিরাপদ তারা।
এ ব্যাপারে মুঠোফোনে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোয়াজ্জেম আলী খানের সাথে যোগাযোগ করলে তিনি অগ্নিনির্বাপক যন্ত্রের মেয়াদোত্তীর্ণের বিষয়টি স্বীকার করে বলেন, সরকারের কাছে অগ্নি নির্বাপক যন্ত্রের জন্য আবেদন করা হয়েছে। নতুন নির্বাপক যন্ত্র আসলে সেটি লাগানো হবে।