বড়লেখা

বড়লেখায় গরু চুরির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা :: মৌলভীবাজারের বড়লেখায় গরুচুরির মামলা সহ ২টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মো. লিটন (৩০) নামে একজনকে গ্রেফতার করেছে শাহবাজপুর তদন্ত কেন্দ্রের পুলিশ। গতকাল মঙ্গলবার(২৯) বিকালে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের আল্লাহদা চা বাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. লিটন ওই ইউনিয়নের বিরাশি-আল্লাহদা চা বাগান এলাকার ইরমান আলীর ছেলে।

থানাপুলিশ সূত্রে জানা যায়, তার নামে বড়লেখা থানায় ১টি গরুচুরির মামলা ও মৌলভীবাজার সদর থানায় ১টি চুরির মামলাসহ মোট ২ টি মামলার ওয়ারেন্ট রয়েছে। থানায় তার নামে ওই সব মামলার ওয়ারেন্ট থাকায় মঙ্গলবার বিকেলে শাহবাজপুর তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক(এসআই) রতন কুমার হালদারের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

বড়লেখার শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতার আসামীকে আদালতে পাঠানো হয়েছে।

Back to top button