গোলাপগঞ্জ

গোলাপগঞ্জে ভারতীয় মদসহ দুজন আটক

গোলাপগঞ্জ সংবাদদাতা- গোলাপগঞ্জে ৫ বোতল ভারতীয় মদসহ দুজনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হল, উপজেলার বাদেপাশা ইউনিয়নের বাগলা ছালিকোনা গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে রাজু মিয়া (৪৫) ও একই ইউনিয়নের মোল্লারচক গ্রামের ললাই মিয়ার ছেলে আল আমিন (১৯)।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. হারুনুর রশিদ চৌধুরী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Back to top button