বড়লেখায় মশা নিধনে নেই কার্যক্রম,ঝুঁকিতে পৌরবাসী
তারেক মাহমুদ, আশফাক জুনেদ :: একদিকে করোনা আতঙ্ক, অন্যদিকে মশার উপদ্রব। এ দুই নিয়ে চরম অস্বস্তিতে রয়েছেন মৌলভীবাজারের বড়লেখা পৌর এলাকার বাসিন্দারা । বর্ষার মৌসুম শুরু হতে না হতেই পৌর এলাকায় মশার উপদ্রব ক্রমেই বেড়ে চলেছে। দিনে কিংবা রাতে মশার আক্রমণে অতিষ্ঠ পৌরবাসী। এদিকে সারাদেশের ন্যায় বড়লেখাতেও বাড়ছে করোনাভাইরাস সংক্রামণ। এখনই মশক নিধনে কার্যকর পদক্ষেপ না নিলে গতবছরের ন্যায় এবারও ডেঙ্গুর প্রকোপ দেখা দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ইতিমধ্যেই বড়লেখার পৌর শহরের বিভিন্ন বাসাবাড়িতে মশার উপদ্রব বৃদ্ধি পেয়েছে। তবে এখন পর্যন্ত মশা নিধনে পৌর কর্তৃপক্ষের দৃশ্যমান কোন পদক্ষেপ নেই। উপজেলা স্বাস্থ্য বিভাগসহ সংশ্লিষ্ট দফতর এবং বড়লেখা পৌর কর্তৃপক্ষ এখন ব্যস্ত করোনা মোকাবেলা করা নিয়ে। এই সুযোগে অনেকটা নির্বিঘ্নেই পৌর এলাকার বিভিন্ন ডোবা, পরিত্যক্ত স্থান নর্দমা মশার প্রজননের অভয়াশ্রমে পরিণত হয়েছে।
পৌরসভার বাসিন্দাদের অভিযোগ, পৌরসভার প্রত্যেক ওয়ার্ডের রাস্তাঘাটের পাশে ময়লা আবর্জনা রয়েছে। আবাসিক এলাকাগুলোতে নর্দমা ও ড্রেন অপরিচ্ছন্ন। সেসব স্থানে মশার উৎপাত রয়েছে। কিন্তু পৌর কর্তৃপক্ষ কোনো রকমের ব্যবস্থা নিচ্ছেন না। মশক নিধনে বড়লেখা পৌর কর্তৃপক্ষের কোনো সাড়া নেই।
সরেজমিন বড়লেখা পৌর এলাকার কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়,পৌরশহরসহ আশপাশের বিভিন্ন খোলা স্থানে ময়লার ভাগাড় করে রাখা হয়েছে।সেখানে কচুরিপানার বিস্তার ঘটেছে। এসব স্থানে মশার বাধাহীন বংশবিস্তার ঘটেছে। এছাড়া এসব ময়লার ভাগাড়ে বিভিন্ন প্লাস্টিক বক্স ও নারিকেলের খোসা রয়েছে যেখানে ময়লা পানি জমেছে।এসব ময়লা পানিতে এডিস মশার লার্ভা থাকতে পারে।যেখান থেকে ছড়াতে পারে প্রাণঘাতী ডেঙ্গু ভাইরাস।তাই এখনই ডেঙ্গু নিধনে পদক্ষেপ গ্রহণ না করলে বড়লেখায় করোনার সাথে সাথে ডেঙ্গুর আক্রমণ মারাত্মক ভাবে দেখা দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বড়লেখা পৌর শহরের মুন শেরওয়ানী হাউজের স্বত্বাধিকারী তাহমিদ ইশাদ রিপন বলেন,‘বড়লেখা পৌর এলাকায় মশার উৎপাত প্রচণ্ড রকম ভাবে বৃদ্ধি পেয়েছে।বাসা বাড়িতে থাকা যাচ্ছে না।মশার কয়েল জ্বালিয়েও অনেক ক্ষেত্রে রেহাই মিলছে না।মশার ভয়ে দিন-রাত ঘরের দরজা-জানলা বন্ধ করে রাখতে হচ্ছে। মশা নিধনে এখনো পৌরসভা দৃশ্যমান কোন অভিযান চোখে পড়েনি।’
বড়লেখা পৌরসভার ৬ নং ওয়ার্ডের বাসিন্দা বড়লেখা ডিগ্রি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক নিয়াজ উদ্দিন বলেন, ‘বড়লেখায় বাসা বাড়িতে মশার উপদ্রব বৃদ্ধি পেয়েছে। সন্ধ্যা হলে মশার উৎপাতে ছেলেমেয়েরা ঠিকমতো পড়াশোনা পর্যন্ত করতে পারে না।এখনো মশা নিধনে পৌরসভার দৃশ্যমান কোনো কার্যক্রম লক্ষ্য করা যায়নি। মশার প্রজনন ধ্বংসের কোনো উদ্যোগ নেই। নিয়মিত পরিষ্কার না করায় পৌরসভায় বিভিন্ন নালা, ঝোপঝাড়, আবর্জনার স্তূপে মশা মহামারি আকারে প্রজনন করছে। এসব স্থানে পৌর কর্তৃপক্ষ যদি মশা নিধনের ওষুধ ছিটাত তাহলে মশার বংশবিস্তার কিছুটা হলেও রোধ হতো।’
বড়লেখা পৌর মেয়র আবু ইমাম মো. কামরান চৌধুরী মুঠোফোনে বলেন, ‘এডিস মশার বিস্তাররোধে আমরা পূর্বপ্রস্তুতিমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছি । এখনো সরাসরি মশক নিধনের কাজ শুরু করা হয় নি। আগে ড্রেনগুলোর জলাবদ্ধতা এবং ময়লা নিষ্কাশনের ব্যবস্থা করতেছি ।বৃষ্টির মৌসুম থাকায় অনেক এলাকাতেই ড্রেন নর্দমার পানি নিষ্কাশনের কাজে আমাদের ব্যস্ততা বেড়েছে। এছাড়াও করোনা পরিস্থিতিরি মাঝেও উন্নয়নমূলক কাজগুলো চালিয়ে যেতে হচ্ছে।দৃশ্যমান না হলেও সবকিছুর সমন্বয় করে আমরা ডেঙ্গুর জন্য আগাম প্রস্তুতি নিচ্ছি। আগামী সপ্তাহ থেকে মশা নিধনের কাজ দৃশ্যমান হবে।’
এ ব্যাপারে বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাস বলেন, ‘ মশার উপদ্রব আসলেই বেড়েছে। করোনা পরিস্থিতি সামাল দিতে গিয়ে স্বাস্থ্য বিভাগ এমনিতেই প্রচুর চাপের মুখে রয়েছে। এরকম পরিস্থিতিতে ডেঙ্গুর প্রকোপ দেখা দিলে পরিস্থিতি আরও কঠিন হবে। আমরা সংশ্লিষ্ট সকল দপ্তর কে আগাম ব্যবস্থা নেওয়ার জন্য অবগত করেছি। এজন্য সবাইকে সচেতন হতে হবে। শুধু পৌর এলাকায় নয়। সব এলাকাতেই মশা নিধনে কর্তৃপক্ষের পাশাপাশি জনসাধারণকেও সচেতন হতে হবে বলেও মত প্রকাশ করেন তিনি ।’