বড়লেখা

বড়লখায় এবার করোনায় আক্রান্ত দুই বোন

নিজস্ব প্রতিবেদক,বড়লেখাঃমৌলভীবাজারের বড়লেখায় নতুন করে আরও দুইজন করোনা রোগী শনাক্ত হয়েছে। আজ বুধবার (১৭ জুন) সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন। নতুন শনাক্ত দুইজন রোগী সম্পর্কে আপন বোন। তাদের একজনের বয়স (২৬) এবং অপরজনের বয়স (২৮)।বাড়ি বড়লেখা পৌরশহরের বারইগ্রাম এলাকায়।এই নিয়ে উপজেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ জনে। এদের মধ্য থেকে করোনামুক্ত হয়েছেন ৬ জন ।

বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাস বুধবার সন্ধ্যায়  এ বিষয়ে নিশ্চিত করে বলেন, করোনা সন্দেহে গত ৬ জুন তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। আজ বুধবার তাদের করোনা পজিটিভ রিপোর্ট আসে। আক্রান্ত দুজনেই নিজ বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন। তাদের শরীরের বর্তমানে করোনার উপসর্গ নেই।এ নিয়ে বড়লেখায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৩ জনে।তাদের বাড়ি ইতিমধ্যে লকডাউন ঘোষণা করা হয়েছে।

Back to top button