বড়লেখার দৌলতপুর মাদরাসার অধ্যক্ষ মাও. হাফিজ লুৎফুর রহমানের ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক:: বড়লেখা উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান পরগনাহী দৌলতপুর সিনিয়র আলীম মাদরাসার অধ্যক্ষ মাওলানা হাফিজ লুৎফুর রহমান(৫৫) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রা-জিউন ।
শনিবার (১৬মে) দুপুর ১২টার দিকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আজ বিকেল ৫.৩০ মিনিটে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের ভূগা গ্রামের গুরুস্থান সংলগ্ন মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।
মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে,শনিবার ভোর রাতের দিকে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে সিলেট ইবনেসিনা হাসপাতালে নেওয়া হলে সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।
এলাকায় “ভূগার হুজুর” নামে সমধিক পরিচিত এই আলেমে দ্বীন মৃত্যুকালে স্ত্রী দুই ছেলে,আত্মীয় স্বজনসহ অসংখ্য গূণগ্রাহী রেখে গেছেন।