বিয়ানীবাজার সংবাদ

মানুষের খাদেম হয়ে কাজ করতে চাই- বিয়ানীবাজারে নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় ড. এনামুল হক চৌধুরী

বিয়ানীবাজার টাইমসঃ আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে বেশ জোরেশোরে আনুষ্ঠানিক প্রচারনা শুরু করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিপ চেয়ারপারসনের উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী। এরই ধারবাহিকতায় বিয়ানীবাজারে উপজেলা ও পৌর বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন তিনি।

রবিবার (০৬ জুলাই) দুপুরে স্থানীয় ইউসুফ কমপ্লেক্সে উপজেলা ও পৌর বিএনপির বৃহত্তর অংশের সাথে মতবিনিময়ে তিনি বলেন, মানুষের খাদেম হয়ে কাজ করতে চাই, মানুষের দুঃখ দুর্দশার কথা শুনতে চাই এবং যথাযথ জায়গায় তা পৌছে সমস্যার নিরসন করতে চাই।

এসময় তিনি জুলাই বিপ্লবে প্রান হারানো ছাত্র জনতার কথা স্মরণ করে, বলেন,‘কোনোভাবেই জুলাই বিপ্লবের ঐক্য বিনষ্ট হতে দেয়া যাবে না। যেকোনো মূল্যে ঐক্য ধরে রাখতে হবে।’

বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সবুরের সভাপতিত্বে সাবেক প্রচার সম্পাদক কামাল হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় নেতাকর্মীদের উদ্দ্যেশ্যে তিনি আরও বলেন, আগামী নির্বাচনে জয়লাভ করে বিএনপি ক্ষমতায় আসলে তারেক রহমান হবেন নতুন বাংলাদেশের পথপ্রদর্শক। তিনি আরোও বলেন, ‘ছাত্র-জনতার রক্তাক্ত বিজয়কে নিয়ে ষড়যন্ত্র মেনে নেয়া যাবে না। এ ব্যাপারে জাতিকে সদা সজাগ দৃষ্টি রাখতে হবে। দলীয় নেতাকর্মীদেরকে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনা মেনে চলতে হবে। দলের ভাবমূর্তি ক্ষুন্ন হবে এমন কর্মকান্ড থেকে সবাইকে বিরত থাকতে হবে। আমাদের বিশ্বাস অন্তর্বর্তী সরকার দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন।’

দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আমি এলাকায় কাজ করতেছি। আগামী নির্বাচনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকে মনোনয়ন দিবেন আমরা তার সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব।’

মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য জাসাসের সাবেক সভাপতি আব্দুস সালাম, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আবু নাসের পিন্টু, জেলা বিএনপির উপদেষ্টা গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল ফাত্তাহ বকসি, বিয়ানীবাজার উপজেলা শ্রমিক দলের সভাপতি আলী হাসান, সাধারণ সম্পাদক সেলিম আহমদ, গোলাপগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ,  উপজেলা বিএনপি নেতা মহসীন বাবর, লাউতা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক আব্দুল জব্বার, তিলপারা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক লিয়াকত  আলী, উপজেলা বিএনপি নেতা শামীম আহমদ, উপজেলা বিএনপি নেতা কামরুজ্জামান, উপজেলা জাসাসের আহ্বায়ক মুজিবুর রহমান, পৌর যুবদলের আহ্বায়ক হোসেন আহমদ দোলন, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শাহীন আহমদ, পৌর যুবদলের যুগ্ন আহ্বায়ক জাবেদ আহমদ, উপজেলা ছাত্রদল নেতা জুবের আহমদ, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক শামসুল আলম , বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রদলের সাধারন সম্পাদক রাহিম আহমদ প্রমুখ।

উল্লেখ্য, আসন্ন নির্বাচনে হেভিওয়েট প্রার্থী হিসাবে তার নাম জোরেশোরে শোনা যাচ্ছে। বিভিন্ন গনমাধ্যমে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুডলিস্টে তার নাম রয়েছে বলে উঠে এসেছে তাই তাকে নিয়ে বিয়ানীবাজার গোলাপগঞ্জ এলাকার মানুষ স্বপ্ন দেখা শুরু করেছেন।

Back to top button