বিয়ানীবাজার সংবাদ

সিলেট বিমানবন্দর থেকে উপজেলা আওয়ামীলীগের সদস্য আটক

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের সদস্য ট্রাভেলস ব্যবসায়ী কামরুল হককে সিলেট ওসমানী বিমানবন্দর থেকে আটক করেছেন বিমানবন্দর থানা পুলিশ। পুলিশের একটি সুত্র আটকের বিষয়টি নিশ্চিত করেছে।

একটি সুত্র জানায়, পবিত্র হজ্ব শেষে তিনি সৌদি আরব থেকে সিলেট বিমানবন্দর দিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় ইমিগ্রেশন পুলিশের প্রাথমিকভাবে আটক হোন। পরে বিয়ানীবাজার থানায় তার মামলা থাকায় তাকে আটক দেখানো হয়েছে। বিয়ানীবাজার থানায় তাকে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে বলে সুত্রটি নিশ্চিত করেছে।

উল্লেখ্য, কামরুল হক জেলা পরিষদের অপসারিত সদস্য খসরুল হকের আপন ছোট ভাই।

Back to top button