সিলেট

সিলেটে ছি ন তাইকারি আখ্যা দিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতাকে মার ধর ও মাথা ন্যাড়া করেছে নিজ দলের কর্মীরা! ভিডিও ভাইরাল

টাইমস ডেস্কঃ সিলেটে নিজ দলের কর্মীদের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের নেতাকে ছিনতাইকারী আখ্যা দিয়ে মারধর ও মাথা ন্যাড়া করার অভিযোগ উঠেছে।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

আহত এমদাদুল ইসলাম মিজান সিলেট বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। গত বুধবার বিকেলে নগরের আম্বরখানা এলাকা থেকে তাকে ধরে দর্শনদেউরি এলাকায় নিয়ে মারধরের পর মাথা ন্যাড়া করে দেওয়া হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার বিকেলে সিলেট নগরের আম্বরখানা এলাকা থেকে কয়েকজন যুবক এমদাদুল ইসলাম মিজানকে ধরে নিয়ে যান। পরে পার্শ্ববর্তী দর্শনদেউরি এলাকায় নিয়ে এক প্রবাসী নারীর ব্যাগ ছিনতাইয়ের অভিযোগে মারধর করেন। পরে তার মাথা ন্যাড়া করে ছেড়ে দেওয়া হয়।

এমদাদুল ইসলাম অভিযোগ করেন, প্রায় দুই বছর আগে ছাত্রদলের একজনের সঙ্গে তার বিরোধ ছিল। এর জেরে বুধবার বিকেলে ১০ থেকে ১২ জন তাকে ধরে নিয়ে দর্শনদেউরি এলাকায় নিয়ে যান। তারা বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কর্মী। সেখানে মারধর করে তার সঙ্গে থাকা টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয়। পরে একপর্যায়ে মাথা ন্যাড়া করে মিথ্যা অপবাদ দিয়ে ভিডিও ধারণ করা হয়।

এমদাদুল ইসলাম মিজান বলেন, তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনা তিনি দলের জেলা, মহানগর ও কেন্দ্রীয় নেতাদের জানিয়েছেন ও বিচার চেয়েছেন।

এ ব্যাপারে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুল হক চৌধুরী বলেন, আমরা তদন্ত শুরু করেছি। এর এখন বেশি কিছু বলব না। বিষয়টি নিয়ে আমরা তদন্ত শেষে একটা প্রেসবিজ্ঞপ্তি পাঠাবো।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে কেন্দ্রিয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। সিলেট মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বিষয়টি দেখছেন।

এদিকে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর মোবাইলে কল দিলেও তিনি তা রিসিভ করেননি।

Back to top button