বড়লেখামৌলভীবাজার

আমিরাতে মাছ ধরতে গিয়ে বড়লেখার টিপু নিখোঁজ, একমাত্র ছেলেকে হারিয়ে কান্না থামছেনা পরিবারের

জয়নুল ইসলামঃ যে ছেলেকে ঘিরে ছিল হাজারো স্বপ্ন, সেই ছেলে নিখোঁজের খবরে আজ চোখে অন্ধকার দেখছে একটি পরিবার। তার ফেরার অপেক্ষায় এখন বারবার জ্ঞান হারাচ্ছেন মা। আর বাবা, তিনি যেন পাথর হয়ে গেছেন, শূন্য চোখে তাকিয়ে আছেন পথের দিকে, সেখানে থাকা আত্নীয়স্বজন চেয়ে আছেন আরব আমিরাতে সাগরের নীল জলরাশিতে।

নিখোঁজ সিপার আহমদ টিপু মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিজবাহাদুরপুর ওয়াহিদপুর গ্রামের ইমাম উদ্দিন ইমাই মিয়ার একমাত্র ছেলে। অপু আরব আমিরাতের উম-আল-কুয়াইন এ বসবাস করতেন।

পারিবারিক সুত্রে জানা যায়, শুক্রবার সকালে টিপুর সাথে শেষ কথা হয়েছিলো তাদের, পরবর্তীতে বুটে করে কফিলের সাথে সাগর যাওয়ার পর দূর্ঘটনার কবলে পড়ে বুট’টি। দূর্ঘটনা থেকে কফিল বেচে ফিরলেও এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন অপু।

অপুর এক বন্ধু জানিয়েছেন কয়েকদিন আগে তার সাথে কথা হয়েছিলো তার, বাবার জন্য কেনাকাটা করার কথাও বলেছিলেন তিনি কয়েক মাস পরে দেশে ফেরার কথাও বলেছিলেন এখন তার ফেরা কেবল অপেক্ষা মাত্র।

এমন পরিস্থিতিতে প্রবাসী সিপার আহমদ টিপু’র নিখোঁজের ঘটনায় তার মা-বাবা, ও আত্মীয়-স্বজনরা মানসিকভাবে ভেঙে পড়েছেন। এ মুহূর্তে তাদের কী করণীয়, তা বুঝে উঠতে পারছেন না তারা। নিখোঁজ অপুর সন্ধান পেতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস ও সেখানে অবস্থানরত বাংলাদেশিদের সহযোগিতা কামনা করেছেন স্বজনরা।

Back to top button