বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে ট্রাকের ধাক্কায় নিভলো মোটরসাইকেল আরোহী তরুনের প্রান

বিয়ানীবাজার টাইমসঃ সিলেটের বিয়ানীবাজারে চলন্ত ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ওই তরুণ বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের রায়খাইল গ্রামের মো. সায়েম আহমদ (২২)। বৃহস্পতিবার (২২ মে) দুপুরে সিলেট-বিয়ানীবাজার সড়কের শেওলা সেতু সংলগ্ন এলাকায় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, সিলেট-বিয়ানীবাজার সড়কের শেওলা সেতু সংলগ্ন এলাকায় চলন্ত ট্রাকের সাথে মুখোমুখিভাবে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এসময় ঘটনাস্থলেই সায়েম আহমদ নামের মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।

বিয়ানীবাজার থানা পুলিশ জানায়, সিলেট-বিয়ানীবাজার সড়কের শেওলা সেতু সংলগ্ন এলাকায় চলন্ত ট্রাকের সাথে মোটরসাইকেলের দুর্ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলেই সায়েম আহমদ নামের মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

Back to top button