বিয়ানীবাজারে ইউপি চেয়ারম্যান আমান বরখাস্ত; ভারপ্রাপ্ত চেয়ারম্যান হচ্ছেন কে?

বিশেষ প্রতিনিধিঃ সিলেটের বিয়ানীবাজার উপজেলার ৭নং মাথিউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আমান উদ্দিনকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। মঙ্গলবার (২০ মে) বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মোস্তফা মুন্না এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত উপজেলার মাসিক সমন্বয় সভায় অনুপস্থিত থাকাসহ ইউনিয়ন পরিষদে ক্ষমতা প্রয়োগ ও অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে গত ১৯ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব মো. নূরে আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এদিকে, আমান উদ্দিন’কে বরখাস্ত করায় কে হচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ নিয়ে এলাকা জুড়ে আলোচনা চলছে। জানা যায় বিকেলে একটি সাধারণ সভা ডাকা হয়েছে যেখানে সিদ্ধান্ত না আসলে প্রশাসক নিয়োগ দেয়া হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান হতে আলোচনায় রয়েছেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ছরওয়ার হোসেনের বড় ভাই আওয়ামী লীগ নেতা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আলতাফ হোসেন ও আরেক প্যানেল চেয়ারম্যান ফয়জুল হক নাজমুল।
এ বিষয়ে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা মুন্না বলেন, আমান উদ্দিনকে বরখাস্তের বিষয়টি সত্য। তার পরিবর্তে কে দায়িত্ব পালন করবে সেটা পরিষদ নির্ধারণ করবে।