রাত হলে বাড়ে সুরমার পানি, বাড়ে আ ত ঙ্ক!

মহসিন রনি : সিলেটে টানা বৃষ্টিতে প্রতিদিন রাতের বেলা সুরমার পানি বেড়ে যাওয়াতে অনেকটা আতঙ্কে দিন পার করছেন সুরমা পাড়ের মানুষ। যেখানে বার বার তাদের স্মৃতিতে নাড়া দিচ্ছে ২০২২ সালের সেই বন্যার দুঃস্বপ্ন। সে সময় পুরো দেশবাসী সিলেটের দিকে তাকিয়ে ছিলো এক অগ্নি পরিক্ষা দিয়ে ঘুরে দাঁড়িয়েছিল সিলেট তবে প্রতিবছরই যে বৃষ্টিতে পুরনো স্মৃতিতে আতঙ্ক বিরাজ করে সুরমা পাড়ের মানুষের মধ্যে তা যেন কেবল রাতের এক রাশ আতঙ্ক।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী প্রতিদিনই সিলেট বৃষ্টি ও বজ্রপাত হওয়ার ফলে বন্যার শঙ্কা বাড়ছে যার ফলে সুরমা তীর ঘেষে বসবাস করা সাধারণ মানুষ থেকে শুরু করে সিলেট নগরের নিচু এলাকার বাসিন্দাররাও আছেন বেশ চিন্তায়। এদিকে রাতের বেলা বৃষ্টি হওয়ার সুবাদে সিলেট নগরের মেজরটিলা থেকে শুরু করে উপশহরের বেশ কিছু সড়কে পানি জমে চলাচল অনুপযোগী হয়ে পড়ে যার ফলে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে।
তবে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নগরের বিভিন্ন এলাকা ও প্রধান সড়কের পাশে থাকা ড্রেণ গুলোর ময়লা পরিষ্কার করতে দেখা গেছে নগর পরিচ্ছন্নতা কর্মীদের। যেখানে আগের চেয়ে ড্রেনেজ ব্যবস্থা উন্নত হয়েছে।
সিলেট নগরের উপশহর এলাকার বাসিন্দার আব্দুল জলিল বলেন, ২০২২ সালের বন্যার কথা মনে হলে এখনো ভয় হয় কি এক দিন কাটিয়েছি তা বলে বুঝানোর মতো না। বৃষ্টি হলে আতঙ্কের মধ্যে থাকি কখনো না জানি বন্যা হয়ে যায়। তবে কর্তৃপক্ষের উচিত বন্যা কিংবা পানি সমস্যা সমাধানে আগে থেকে উদ্যোগ গ্রহণ করা।
এ বিষয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেট জেলার সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী বলেন, বৃষ্টির সময় যারা পাহাড়ীর আশেপাশে বা উচু এলাকায় থাকেন তাদের নিরাপদে রাখতে হবে। এ ছাড়াও সিটি কর্পাররেশনের পক্ষ থেকে ড্রেন গুলো নিয়মিত পরিষ্কার করতে হবে। তাহলে বন্যা কিছুটা মোকাবেলা করা সম্ভব হবে।
সিলেট সিটি কর্পারেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রোজাই রাফিন সরকার বলেন, আমরা বৃষ্টিতে নিয়মিত শহরের যে সকল ড্রেন রয়েছে সেগুলো পরিষ্কার করছি। সুরমা নদীর পানি যদি না বাড়ে তাহলে আশা করছি শহরে পানি জমবে না । এ ছাড়াও আমরা সব সময় খেয়াল রাখছি।