বিয়ানীবাজার সংবাদ

সৌদিতে যাওয়া হলোনা বিয়ানীবাজারের জাভেদের, হাওরে মিললো লা শ

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে হাওরে গরু চরাতে গিয়ে নিখোঁজ যুবকের মরদেহ মুড়িয়া হাওরে ভেসে উঠলো দুইদিন পর।
উপজেলার মুড়িয়া ইউনিয়নের টেকইকোনা গ্রামের নিখোঁজ যুবক জাবেদের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৬ মে) দুপুরে মুড়িয়া হাওরে রাখাল শাহের মোকামের পাশে বিলের পানিতে তার ভাসমান মরদেহ পাওয়া গেছে।

জানা যায়, টেকইকোনা গ্রামের মৃত ফয়জুর রহমানের পুত্র সৌদিআরব যাত্রী জাবেদ আহমদ দুইদিন আগে গত বুধবার নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে সন্ধান করেও তার কোন খোঁজ পাওয়া যায়নি। ২দিন পর শুক্রবার দুপুর ১২টার দিকে স্থানীয়রা হাওরে বিলের জলে ভাসমান একটি মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। খবর পেয়ে থানা থেকে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়না তদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হচ্ছে।

পারিবারিক সূত্র জানিয়েছে, জাবেদ মাদ্রাসায় পড়ালেখা করেছে। পরিবার ও নিজের ভাগ্য উন্নয়নে পড়ালেখা ছেড়ে প্রায় ৩ বছর আগে ডুবাই চলে যায় জাবেদ আহমদ। সম্প্রতি দুবাই থেকে একেবারে চলে এসেছে সৌদিআরব যাওয়ার জন্য। ইতিমধ্যে তার সৌদি আরবের ভিসাও হয়ে গেছে। সৌদি আরব গমণের প্রস্তুতির মধ্যেই দুদিন আগে নিখোঁজ হয়।

এই ঘটনায় তার পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ আশরাফ উজ্জামান বলেন, বৃষ্টির দিনে গরু নিয়ে দুইদিন আগে হাওরে যায় জাবেদ। শুক্রবার ভাসমান লাশের খবরে পুলিশ গিয়ে পরিবারের সদস্যদের নিয়ে মরদেহটি উদ্ধার করে নিয়ে সুরতহাল করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে। তিনি জানান, প্রাথমিকভাবে পরিবার ও পুলিশের ধারনা বজ্রপাতের কারনে সে মৃত্যুবরন করতে পারে। তবে ময়না তদন্তের পর মৃত্যুর আসল কারন জানা যাবে।

Back to top button