প্রবাস

যে কারণে যুক্তরাজ্যে এখনও বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা অ্যাসাইলাম পাচ্ছেন!

আশফাক জুনেদ, লন্ডন : বিগত ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের আমলে যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছিলেন অসংখ্য বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। তারা বিভিন্ন উপায়ে যুক্তরাজ্যে আসেন এবং পরবর্তীতে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন। কিন্তু গত বছরের ৫ আগষ্ট ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে দেশে আ’লীগের পতনের পর অনেকেই ধারণা করেছিলেন বিএনপি-জামায়াতের নামে যারা রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছিলেন তারা রিফিউজ হতে পারেন অথবা দেশে ফেরত আসতে হতে পারে৷ তবে তাদের সেই আশংকা অনেকটা ভুল প্রমানিত হয়েছে। এখনও যুক্তরাজ্য সরকার বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের আবেদন গুলো গুরুত্বের সাথে বিবেচনা করছে এবং অনেকের আবেদন গ্রানটেডও হচ্ছে।

তবে দেশের পট পরিবর্তনের পরও কিভাবে তাদের আবেদন গ্রাহ্য হচ্ছে এ বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে, বাংলাদেশে এখনও নির্বাচিত কোন সরকার ক্ষমতা গ্রহন না করায় এবং দেশে আশ্রয় প্রার্থীদের মামলা গুলো প্রত্যাহার না হওয়ার কারণে যুক্তরাজ্য সরকার তাদের দেশে ফেরা ঝুঁকি মনে করছে৷ সেজন্য গুরুত্ব বিবেচনায় অনেকের আবেদন গ্রানটেড করছে। যদি কেউ যথাযথ ভাবে হোম অফিসকে বিষয়গুলো বুঝাতে সক্ষম হয় তাহলে সে অবশ্যই যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় পাবে।

এ বিষয়ে যুক্তরাজ্যের ইমিগ্রেশন বিষয়ক আইনজীবীরা বলছেন, ‘ দেশে অবাদ ও নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য একটি নিরপেক্ষ সরকার গঠিত হয়। সাধারণত এসব সরকারের মেয়াদ থাকে সর্বোচ্চ ৩ মাস। কিন্তু বর্তমানে বাংলাদেশে যে সরকার রয়েছে সেটি অন্তবর্তিকালীন সরকার৷ এই সরকার কতদিন পর্যন্ত সরকারে থাকবে তার সঠিক রুপরেখা পাওয়া যায়নি। ফলে আশ্রয়প্রার্থীরা দেশে ফিরলে তাদের নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে এই আশংকা থেকেই অনেকে কেইস উইন করছেন। যেহেতু দেশে এখনও বিএনপি-জামায়াত ক্ষমতায় আসেনি ফলে তাদের আবেদন সরাসরি প্রত্যাখ্যান করছে না হোম অফিস।

এ বিষয়ে সলিসিটর মাহবুব তোহা বলেন, ‘ দেশে এখনও রেজিম শেখ হাসিনার প্রশাসন রয়েছে, পুলিশ রয়েছে তাই আশ্রয় প্রার্থী ব্যক্তি দেশে ফিরলে তিনি সেই প্রশাসন দ্বারা ক্ষতির সম্মুখীন হতে পারেন। এই বিষয়গুলো যুক্তরাজ্যের হোম অফিসকে বুঝাতে পারলে কেইস উইন করার সম্ভাবনা রয়েছে।

Back to top button