কুলাউড়ামৌলভীবাজার

কুলাউড়ায় বিয়ের প্রস্তাব দেয়ায় প্রেমিকার বাড়িতে প্রেমিককে নির্যাতন

টাইমস ডেস্কঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় প্রেমিকার বাড়িতে বিয়ের প্রস্তাব দেওয়ায় রাজু আহমদ (২০) নামের এক তরুণকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে। প্রেমিকার বাবা সুলতান আহমদ পাখির নেতৃত্বে ৫-৬ জন মিলে দেশীয় অস্ত্র দিয়ে তাকে নির্মমভাবে পিটিয়ে হাত-পা ভেঙে দেয়। গুরুতর আহত রাজু এখনো পুরোপুরি সুস্থ হননি।

ঘটনাটি ঘটে গেল রমজান মাসের শেষ দিন, ইফতারের আগে কুলাউড়ার হাজীপুর ইউনিয়নের বিলেরপাড় গ্রামে। অভিযোগ অনুযায়ী, সেদিন স্থানীয় পীরেরবাজারে যাওয়ার পথে রাজুকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয় সুলতান আহমেদের বাড়িতে। সেখানেই শুরু হয় ভয়াবহ নির্যাতন।

খবর পেয়ে রাজুর মা পরিজা বেগম (৪৫) ছুটে গেলে তাকেও মারধর করা হয়। পরে তিনি ৯৯৯-এ কল দিলে পুলিশ আসে এবং রাজুকে রাস্তার পাশে পড়ে থাকা অবস্থায় উদ্ধার করা হয়। ওই রাতেই রাজুকে গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

নির্যাতনের একমাস পরও রাজু পুরোপুরি সুস্থ না হলেও এ ঘটনার জের ধরে উল্টো রাজুর বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা করে প্রেমিকার পরিবার। দ্রুতই কুলাউড়া থানা পুলিশ সেটি এফআইআর করে।

পরিস্থিতি বেগতিক দেখে রাজুর মা পরিজা বেগম গত ৬ এপ্রিল মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। এতে সুলতান আহমদ পাখি, সুফিয়ান মিয়া, সুরমান মিয়া, আবুল মিয়া এবং হারুন মিয়াকে আসামি করা হয়। আদালত মামলাটি গ্রহণ করে তদন্তের জন্য কুলাউড়া থানাকে নির্দেশ দেন এবং আগামী ৪ জুনের মধ্যে প্রতিবেদন দাখিলের সময়সীমা বেঁধে দেন।

স্থানীয় সূত্র জানায়, রাজু ও সুমাইয়ার মধ্যে আত্মীয়তার সুবাদে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। পরে ছেলের পরিবার থেকে মেয়েকে বিয়ের প্রস্তাব দেওয়া হলে মেয়ের বাবা ক্ষিপ্ত হয়ে ওঠেন। বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ার জেরে উভয় পরিবারের মধ্যে বিরোধ দেখা দেয়। ইউনিয়ন পরিষদে সালিশ বসিয়ে রাজুকে মেয়ের সঙ্গে যোগাযোগ না করার নির্দেশ দেওয়া হয়।

ভিকটিম রাজু বলেন, ‘আমি সব মেনে নিয়েছি। মেয়েটার অন্যত্র বিয়েও হয়ে গেছে। কিন্তু আমাকে পঙ্গু করেও ওরা ক্ষান্ত হয়নি। এখন মিথ্যা মামলায় আমি বাড়িছাড়া।’

রাজু’র মা পরিজা বেগম বলেন, ‘একমাত্র ছেলেকে নির্মমভাবে পিটিয়ে রাস্তায় ফেলে দেয়। থানায় মামলা করতে গেলে বলা হয় চিকিৎসা শেষে আসতে। পরে আদালতের দ্বারস্থ হয়েছি।’

এ বিষয়ে অভিযুক্ত সুলতান আহমদ পাখির সঙ্গে একাধিকবার মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

হাজীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর আহমদ চৌধুরী বুলবুল বলেন, ‘তারা আত্মীয়। ছেলেটি গুরুতর আহত হয়েছে, এখনো চিকিৎসা নিচ্ছে। কয়েকবার সালিশির চেষ্টা করেছি। কিন্তু সর্বশেষ বৈঠকে উত্তেজনা দেখা দেওয়ায় তা মুলতবি করা হয়।’

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আপছার বলেন, ‘আহত হয়ে থানায় এলে তার মাকে মামলা দিতে বলেছিলাম। তারা পরে আর আসেনি। এখন আদালতের নির্দেশে আমরা মামলা এফআইআর করেছি। উভয় পক্ষের মামলাই তদন্তাধীন।’

Back to top button