বড়লেখামৌলভীবাজার

বড়লেখায় ইউপি আওয়ামীলীগের সাধারন সম্পাদক আটক

বড়লেখা প্রতিনিধিঃ বড়লেখা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বর্ণি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইবুর রহমানকে গ্রেপ্তার করেছে।

রোববার সন্ধ্যায় পৌরশহরের হাটবন্দ এলাকার ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে গ্রেপ্তার তাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

বড়লেখা থানার ওসি মো. আবুল কাশেম সরকার জানান, একটি মামলার তদন্তে প্রাপ্ত সন্ধিগ্ধ আসামি বর্ণি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পদক সাইবুর রহমানকে রোববার সন্ধ্যায় গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Back to top button