বড়লেখামৌলভীবাজার
বড়লেখায় ব জ্র পা তে নারীর মৃ ত্যু

বড়লেখা সংবাদদাতাঃ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিউ সমনবাগ চা বাগানে বজ্রপাতে লীলা শীল (৪৫) নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৮ মে) সকালে দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের নিউ সমনবাগ অফিস লাইন এলাকায়।
নিহত লীলা শীল স্থানীয় বিক্রম শীলের স্ত্রী।
জানা যায়, সকাল ছয়টায় গরু চরাতে বের হন তিনি। পরে সকাল আটটার দিকে গরু আনতে গেলে হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, চা বাগান এলাকায় প্রতিদিনের মতো গরু চরাতে গিয়েছিলেন লীলা শীল। হঠাৎ প্রকৃতির এই দুর্যোগে তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।