কক্সবাজার থেকে ফেরার পথে সিলেটী তরুণী নিখোঁজ

টাইমস ডেস্কঃ সিলেটের পিরের বাজার এলাকার বাসিন্দা ফারহানা আক্তার জলি (২৫) কক্সবাজার থেকে সিলেট ফেরার পথে নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছেন তার পরিবার। গত দুই দিন ধরে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ জলি পেশায় একজন চিকিৎসা সহকারী হিসেবে কক্সবাজারের একটি মেডিকেল হাসপাতালে কর্মরত ছিলেন। সোমবার দুপুর ১টার দিকে পরিবারের সঙ্গে তার সর্বশেষ কথা হয়, যখন তিনি কক্সবাজার থেকে সিলেটের উদ্দেশে রওনা হন। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং তিনি বাসায়ও ফেরেননি।
ফারহানা আক্তার জলি’র বাবা আব্দুস সালাম ও মা দিলারা বেগম জানান, মেয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ থাকলেও হঠাৎ করে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় তারা গভীর উদ্বেগে আছেন। পরিবারের পক্ষ থেকে ইতোমধ্যে থানায় একটি নিখোঁজ মামলা করা হয়েছে।
ফারহানার গায়ের রং ফর্সা, উচ্চতা প্রায় ৫ ফুট ৩ ইঞ্চি। নিখোঁজের সময় তার পরনে কী ছিল তা পরিবারের পক্ষ থেকে নিশ্চিতভাবে বলা যায়নি।
যদি কোনো সহৃদয় ব্যক্তি তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে নিকটস্থ থানায় অথবা তার পরিবারের সঙ্গে দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।