গোয়াইনঘাটসিলেট

গোয়াইনঘাট সীমান্তে খেলার মাঠ দখল চেষ্টায় বিএসএফ-বিজিবি উত্তেজনা

টাইমস ডেস্কঃ সিলেটের গোয়াইনঘাট উপজেলার নলজুড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী বিএসএফ ও বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। বৃহস্পতিবার (৮ মে) সকাল থেকে শুরু হওয়া এই উত্তেজনায় অংশ নেয় স্থানীয় জনগণও।

স্থানীয় সূত্রে জানা গেছে, নলজুড়ী এলাকায় স্বাধীনতার পর থেকে স্থানীয় শিশু-কিশোর ও যুবকদের জন্য ব্যবহৃত একটি খেলার মাঠ দখলে নিতে চায় বিএসএফ। ভারতীয় বাহিনী দাবি করছে, ১৫ বছর আগে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মাঠ ভারতকে দিয়ে গেছেন—যা মানতে নারাজ বিজিবি ও স্থানীয় বাসিন্দারা।

ঘটনার সূত্রপাত ঘটে যখন গতকাল ও আজ সকালে বিএসএফ সদস্যরা মাঠে লাল পতাকা টাঙানোর চেষ্টা করে। এতে ক্ষুব্ধ হয়ে মাঠে উপস্থিত হন স্থানীয় জনগণ ও খেলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

বিজিবি সদস্যরা স্থানীয়দের সীমান্ত এলাকা থেকে সরে যেতে অনুরোধ করলেও তারা মাঠ রক্ষায় অনড় অবস্থান নেয়। অপরদিকে, ভারত সীমান্তে বিএসএফের পাশে অবস্থান নিয়েছে খাসিয়া জনগোষ্ঠীর সদস্যরাও। ফলে যে কোনো সময় সীমান্তে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক দৈনিক জালালাবাদকে বলেন, সীমান্ত এলাকায় সার্ভে নিয়ে বিএসএফ ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। বিজিবি গিয়ে উত্তেজনা থামিয়ে দিয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

সৌজন্যঃ দৈনিক জালালাবাদ

Back to top button