সিলেট

সিলেটে টাকার জন্য প্রবাসী ভাইকে খু ন : ঘা ত ক গ্রে ফ তা র

টাইমস ডেস্কঃ সিলেটে টাকা নিয়ে বিরোধের জের ধরে কেচি দিয়ে কুপিয়ে ছোট ভাইকে খুন করেছেন বড় ভাই। এই অভিযোগে ঘাতক ওই বড় ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত কেচি।

গ্রেফতারকৃত জাকারিয়া আহমদ (৩৫) সিলেটের কোম্পানীগঞ্জ থানার বাগজুর উত্তর পাড়া গ্রামের মৃত আশিক মিয়ার ছেলে। নিহত রুবেল আহমদ ইয়াহিয়া (২৫) তার ছোট ভাই।

বৃহস্পতিবার রাতে কোম্পানীগঞ্জ থানার ইছাকলস ইউনিয়নের দুর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গত ৮ মাস আগে রুবেলের বিয়ে হয়। বড় জাকারিয়ার সাথে তার টাকা পয়সা নিয়ে বিরোধ চলে আসছিল। গত ২৮ এপ্রিল রাতে এ নিয়ে তাদের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে জাকারিয়া ধারালো কেচি দিয়ে রুবেলের মাথায় আঘাত করলে সে গুরুতর আহত হয়। স্বজনরা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়া গেলে কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় রুবেলের স্ত্রী বাদি হয়ে তার ভাসুর জাকারিয়াকে একমাত্র আসামী করে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। বৃহস্পতিবার জাকারিয়াকে গ্রেফতারের পর তার দেখানো মতে তার বাড়ির পিছনের ঝোপঝাড় হতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি কেচি উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) উজায়ের আল মাহমুদ।

Back to top button