বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারের এ্যাসিল্যান্ড বদলী হয়ে লাখাইয়ে

বিয়ানীবাজার টাইমসঃ নানা কারণে বিয়ানীবাজারে আলোচিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) শারমিন নেওয়াজ। বিয়ানীবাজার থেকে হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় তাকে বদল করা হয়েছে।

গত রোববার বিয়ানীবাজারে শেষ কর্মদিবস শেষে রাতে নতুন কর্মস্থলে চলে যান বলে সংশ্লিষ্ট সূত্রে জানিয়েছে।

সরকারি কাজে বিশেষ করে জমিজমা নামজারিসহ ভূমি সংকান্ত বিষয়ে তিনি সমালোচিত ছিলেন। এছাড়া অবৈধভাবে টিলার মাটি এবং উর্বর জমির মাটি কাটতে অসাধুদের সহায়তার করার অভিযোগ ছিল। একই সাথে সরকারি সম্পত্তি নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করায় তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষের রোষেও পড়েছিলেন।

তিনি বিয়ানীবাজারে যোগদানের পর থেকে নানা কারণে আলোচনা সমালোচনার কেন্দ্রে ছিলেন। রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ এমনকি সরকারী দায়িত্বশীল কর্মকর্তাদের কাছেও তিনি সমালোচিত ছিলেন।

Back to top button