বড়লেখায় প্রবাসীর বাড়িতে অগ্নিকান্ড : ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

বড়লেখা প্রতিনিধি: বড়লেখা উপজেলার উত্তর পুকুয়া (দৌলতপুর) গ্রামের লন্ডন প্রবাসী জাকির আহমদের বাড়িতে শনিবার রাতে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে প্রবাসীর বসতবাড়ির আটটি কক্ষ সম্পূর্ণ পুড়ে ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আগুনে গোয়ালঘর ও আধাপাকা আটটি কক্ষসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করেছে। রাতেই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তবে ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়দের অভিযোগ, খবর দেওয়ার প্রায় দেড়ঘন্টা পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছেছে। এর আগেই গোয়ালঘর ও বসতঘরের বিভিন্ন কক্ষসহ আসবাবপত্র পুড়ে গেছে। এদিকে অগ্নিকা-ের সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়দের ধারণা, গোয়ালঘরে থাকা কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে।
ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত পৌনে আটটার দিকে উপজেলার উত্তর পুকুয়া (দৌলতপুর) গ্রামের লন্ডন প্রবাসী জাকির আহমদের বাড়িতে টিনশেডের গোয়ালঘরে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন গোয়ালঘর থেকে পাশের আধাপাকা রান্নাঘরে লেগে বসতঘরের অন্য কক্ষগুলোতে ছড়িয়ে পড়ে। এসময় প্রতিবেশিরা আগুন দেখে দ্রুত এগিয়ে আসেন। তারা বিষয়টি এলাকার মসজিদের মাইকে জানান। খবর পেয়ে আশপাশের এলাকার মানুষ জড়ো আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তারা গোয়ালঘরে থাকা পাঁচটি গরুসহ বসতঘরের আসবাবপত্র দ্রুত বের করে আনেন। এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর আগেই গোয়ালঘর ও আধাপাকা আটটি কক্ষসহ বিভিন্ন আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে যায়।
প্রবাসী জাকির আহমদের বাবা মাসুক উদ্দিন জানান, ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না। তিনিও নামাজে ছিলেন। ঘরে তার এক অসুস্থ ছেলে ছিল। সে হামাগুড়ি দিয়ে বাইরে বেরিয়েছে। বাড়ির লোকজন জরুরী প্রয়োজনে বিয়ানীবাজারে গিয়েছিলেন। আগুন লাগার খবর পেয়ে দ্রুত বাড়িতে গিয়ে তিনি দেখেন ঘরে আগুন জ্বলছে। পরে স্থানীয়দের সহায়তায় ঘরের আসবাবপত্র বের করেন। আগুনে তার কয়েকটি গরুর শরীর ঝলসে গেছে। তার অভিযোগ, খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন প্রায় দেড়ঘন্টা পর ঘটনাস্থলে আসে। এর আগেই আগুনে গোয়ালঘর ও আধাপাকা আটটি কক্ষসহ বিভিন্ন আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে সব কিছু পুড়ে তার প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বড়লেখা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শামীম মোল্লা বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছি। বাড়ির মালিক জানিয়েছেন, গোয়ালঘর থেকে আগুন লেগে তা বসত ঘরে ছড়িয়েছে। আগুনে গোয়ালঘর ও বসতঘরের কয়েকটি কক্ষ পুড়ে গেছে। কিছু আসবাবপত্রও পুড়েছে। তদন্ত ছাড়া আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না।