জুড়ীতে ৪ দিন থেকে তরুনী নিখোঁজ

টাইমস ডেস্কঃ মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের পূর্ব বটুলি গ্রামের নুরজাহান (১৯) ৪ দিন থেকে নিখোঁজ রয়েছেন। তিনি দিনমজুর পাখি মিয়ার মেয়ে। এ ঘটনায় নুরজাহানের মা জমিরুন বেগম জুড়ী থানায় একটি জিডি করেছেন।
পরিবার সুত্রে জানা যায়, গত ২২ এপ্রিল মঙ্গলবার নুরজাহানকে নিয়ে তার মা পার্শ্ববর্তী বিরইনতলা গ্রামে নুরজাহানের খালু মৃত মনফর আলীর বাড়ীতে বেড়াতে যান। এক রাত থেকে পরদিন ফুফুর অনুরোধে নুরজাহানকে রেখে তার মা নিজ বাড়ীতে চলে যান। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত প্রায় ১২ টায় ফুফু নুরজাহানের মা কে ফোন করে জানতে চান নুরজাহান বাড়ীতে গিছে কি না। তখন থেকে খোঁজ শুরু হয়, তবে কোনো সন্ধান মিলেনি।
নুরজাহানের মা জমিরুন বেগম জানান, স্থানীয় বটুলি হাই স্কুল থেকে দশম শ্রেণীতে ফেল করে গত দু বছর থেকে মেয়েটির লেখাপড়া বন্ধ রয়েছে। ইতিমধ্যে পার্শ্ববর্তী গ্রামে প্রবাসী এক ছেলের সাথে তার বিয়ের কথাবার্তা সম্পন্ন হয়েছে।