জৈন্তাসিলেট

জৈন্তা সীমান্তে বাংলাদেশী যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর পাথর কোয়ারী হতে ১জন পাথর শ্রমিক ধরে নিয়ে গেছে বিএসএফ।

স্থানীয় সূত্রে জানাযায়, সিলেটের জৈন্তাপুর উপজেলায় শ্রীপুর পাথর কোয়ারী হতে ১বারকি পাথর শ্রমিককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ২৪শে এপ্রিল বৃহস্পতিবার  দুপুর ১টায় সীমান্তের ১২৮০ মেইন পিলারের ১নং সাব পিলারের ভারতের অভ্যন্তরে প্রবেশ করে পাথর উত্তোলন করতে গেলে টহলরত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ধাওয়া করে। এসময় সকল পাথর শ্রমিকরা নৌকা নিয়ে পালিয়ে রক্ষা পেলে এখলাস উদ্দিনকে আটক করে নিয়ে যায় বিএসএফ। বিএসএফ এর হাতে আটক শ্রমিক জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের নয়াগাতি গ্রামের বিলাল উদ্দিনের ছেলে  এখলাস উদ্দিন (২৭)।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল নাজমুল হক শ্রমিক আটকের বিষিয়টি নিশ্চিত করে তিনি জানান শুক্রবার আনুষ্ঠানিক ভাবে বিএসএফ’র নিকট বিষয়টি জানানো হলে তারা বলেন  আটক ব্যাক্তিকে ডাউকি পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। বর্তমানে সে ডাউকি পুলিশের হেফাজতে রয়েছে।

Back to top button