সিলেট

সিলেট ওসমানী বিমানবন্দরে দুবাই প্রবাসীর ট্রাউজারে ও জাঙ্গিয়ায় মিললো তরল সোনা

টাইমস ডেস্কঃ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত এক যাত্রীর শরীর থেকে প্রায় ১.৫ কেজি তরল স্বর্ণ (লিকুইড গোল্ড) জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১০টা ৩০ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ ফ্লাইটে দুবাই থেকে সিলেটে নামেন আলিম উদ্দিন নামের ওই যাত্রী। তার বাড়ি সিলেটের গোয়াইনঘাট উপজেলার গোহোরা এলাকায়।

কাস্টমসের সহকারী কমিশনার ইনজামাম উল জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট-এর নির্দেশে বিমানবন্দরে নজরদারি বাড়ানো হয়। ওই ফ্লাইটে নামার পর আলিম উদ্দিনকে সন্দেহজনকভাবে আচরণ করতে দেখে কাস্টমস কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন।

“পরবর্তীতে তার ট্রাউজার ও আন্ডারগার্মেন্টসের ভেতরে পেস্ট আকারে রাখা লিকুইড স্বর্ণ উদ্ধার করা হয়,” বলেন ইনজামাম উল হক। “শরীর স্ক্যান করে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।”

তিনি জানান, জব্দকৃত স্বর্ণের পরিমাণ প্রাথমিকভাবে প্রায় ১.৫ কেজি বলে ধারণা করা হচ্ছে। আইন অনুযায়ী পরবর্তী প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট সংস্থাগুলোকেও বিষয়টি জানানো হয়েছে বলেও জানান তিনি।

Back to top button