
ওসমানীনগর প্রতিনিধি: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ও আদর্শ বাস্তবায়ন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী এবং আগামী প্রজন্মের কাছে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠন “বঙ্গবন্ধু ফাউন্ডেশন” (সরকারি নিবন্ধন ২২৪০১৫) সিলেটের ওসমানীনগর উপজেলা শাখার পূর্নাঙ্গ কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এক মেধাবী রাজনৈতিক কর্মী মো. সেলিম আহমদ।
বিগত ৪ঠা সেপ্টেম্বর, রোজ শুক্রবার বঙ্গবন্ধু ফাউন্ডেশন ওসমানীনগর উপজেলার তাজপুরস্থ কার্য্যালয়ে অনুষ্ঠেয় সভায় ওসমানীনগর উপজেলা শাখার সভাপতি আনিসুজ্জামান সেলিম সাধারণ সম্পাদক এড. খন্দকার মাসুম আহমদ পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করেন। পুর্নাঙ্গ কমিটির ঘোষণার পর সাংগঠনিক সম্পাদক সেলিম আহমদ সহ কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগসহ বিভিন্ন মহলের নেতৃবৃন্দ।
এছাড়াও সিলেট জেলা প্রশাসকের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন ওসমানীনগর শাখার নেতৃবৃন্দ। এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্নের সুখী সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মান নিয়ে নানাবিধ আলোচনা করা হয়।