পিতৃস্নেহের অনন্য নজির, কৃষক বাবার দেয়া কিডনিতে বাঁচলো ছেলের জীবন

হবিগঞ্জের বানিয়াচংয়ে ছেলের জীবন বাঁচাতে কিডনি দান করে অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন কৃষক তাহির মিয়া। বুধবার (২৩ এপ্রিল) ঢাকা কিডনি ফাউন্ডেশন হাসপাতালে কিডনি প্রতিস্থাপন করা হয়।
উপজেলার নয়াপাথাড়িয়া গ্রামের বাসিন্দা তাহির। অনিক তার ছেলে।
হাসপাতালে থাকা অনিকের দুলাভাই মুসাউল আলম জানান, অনিক হবিগঞ্জ শহরের শ্যামলী এলাকায় বাসায় থেকে জেকেএন্ডএইচকে হাই স্কুল এন্ড কলেজে লেখাপড়া করত। প্রায় সময়ই অসুস্থ থাকায় ৯ম শ্রেণিতে থাকাকালীন তার পড়ালেখা বন্ধ হয়ে যায়। মা না থাকায় পরিবারের কেউ তার অসুস্থতার বুঝতে পারেনি। সেও কাউকে কিছু বলত না।
সাত মাস আগে অনিকের প্রচণ্ড জ্বর হলে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। তিনি জানান, ডাক্তার বলেন, তার কিডনিতে সমস্যা। দ্রুত ঢাকা অথবা সিলেট নিতে হবে। পরে তাকে ঢাকার কিডনি ফাউন্ডেশন হাসপাতালে নেওয়া হয়।
চিকিৎসা চলে। সৌদি আরবে থাকা ভাই ইকবাল মাহমুদ ও ফ্রান্সে থাকা ভাই আব্দুল্লাহ মোহাম্মদ লিমন টাকার ব্যবস্থা করেন। ডাক্তাররা জানান, অনিকের দুটি কিডনি নষ্ট। কিডনি বদলানোর পরামর্শ দিলে বাবা তাহির কিডনি দিতে এগিয়ে আসেন। কিডনি ফাউন্ডেশন হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. হারুনুর রশীদের তত্ত্বাবধানে বুধবার পিজি হাসপাতালের কিডনি বিভাগের প্রধান অধ্যাপক খুর্শেদ আলম সফলভাবে অপারেশন সম্পন্ন করেন।
তিনি আরো জানান, অপারেশনে চার লাখ ৫৫ হাজার টাকা ব্যয় হয়েছে। ৫ মাসে আরো ১৫ লাখ টাকা খরচ হয়েছে। তাহিরকে এক সপ্তাহ এবং অনিককে দুই সপ্তাহ আইসিইউতে থাকতে হবে। বাবা সন্তানকে কিডনি দিয়ে এবং প্রবাস থেকে দুই ভাই টাকা দিয়ে নতুন উদাহরণ সৃষ্টি করেছেন।