প্রবাস

নতুন অভিবাসন নীতির আওতায় ৩১ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

বিয়ানীবাজার টাইমসঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন অভিবাসন নীতির আওতায় এখন পর্যন্ত ৩১ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে। পুলিশের বিশেষ শাখা (এসবি) এবং ইমিগ্রেশন সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

ফেরত পাঠানোদের মধ্যে রয়েছেন ৩০ জন পুরুষ ও একজন নারী। এসব ব্যক্তি অভিবাসন-সংক্রান্ত মামলায় হেরে যাওয়ার পরেও অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। কেউ কেউ সেখানে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্তও হয়েছেন।

ফেরত পাঠানোদের মধ্যে তিনজনকে যুক্তরাষ্ট্রের বিশেষ নিরাপত্তা বিভাগের প্রতিনিধিরা বিশেষ নিরাপত্তায় পৌঁছে দিয়ে গেছেন। বাকিরা সাধারণ যাত্রীর মতো ঢাকায় ফেরেন। সর্বশেষ গত শনিবার (১৯ এপ্রিল) একটি চার্টার্ড ফ্লাইটে পাঁচ বাংলাদেশিকে দেশে পাঠানো হয়।

এ পর্যন্ত দেশে ফেরত পাঠানো প্রতিটি ব্যাচের তথ্য যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ সরকারকে আগেই অবহিত করা হয়েছে বলে জানা গেছে। ফিরিয়ে আনার প্রক্রিয়ায় যুক্ত রয়েছে পুলিশের বিশেষ শাখা, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়।

Back to top button