জকিগঞ্জসিলেট

কক্সবাজারে কাজে গিয়ে জকিগঞ্জের একই গ্রামের ৬ তরুণ ৫ দিন ধরে নিখোঁজ, সহযোগিতার অনুরোধ

বিয়ানীবাজার টাইমস প্রতিবেদনঃ কক্সবাজারে কাজের উদ্দ্যেশ্যে বের হয়ে জকিগঞ্জের ৬ তরুন ৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন স্বজনরা। নিখোঁজ যুবক এমাদের ভাই বিয়ানীবাজার টাইমসকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, টেকনাফ থানায় তারা খোঁজ নিচ্ছেন।

নিখোঁজ যুবকরা হলো জকিগঞ্জ উপজেলার ৪নং খলাছড়া ইউনিয়নের পশ্চিম লোহারমহল গ্রামের মৃত লুকুছ মিয়ার ছেলে রশিদ আহমদ(২০), ফারুল আহমদের ছেলে মারুফ আহমদ (১৮), আজির উদ্দিনের ছেলে শাহিন আহমদ (২১), মৃত দুরাই মিয়ার ছেলে এমাদ উদ্দিন (২২), ছফর উদ্দিনের ছেলে খালেদ আহমদ (১৯) ও মৃত সরবদি’র ছেলে আব্দুল জলিল (৪০)।

স্বজন সূত্রে জানা যায়ম রাজ মিস্ত্রি কাজের উদ্দেশ্যে গত ১৫ এপ্রিল বিকেলে কক্সবাজারের পথে রওয়ানা করেন। কক্সবাজার পৌছা অব্দি পরিবারের সাথে তাদের যোগাযোগ ছিলো। কিন্তু ১৬ এপ্রিল সকাল থেকে তাদের মোবাইল নাম্বার বন্ধ পাওয়া যাচ্ছে। গত ৫ দিন যাবত কারো সাথে কোন যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। যত সময় যাচ্ছে তাদের পরিবারে উৎকন্ঠা বাড়ছে। নিখোঁজের খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় জনমনে অস্থিরতা বিরাজ করছে। প্রত্যেকের স্বজনের প্রতিক্ষায় নির্ঘুম রাত কাটছে। নিখোঁজের স্বজনরা তাদের সন্ধান পেতে সকলের সহযোগিতা কামনা করেছেন।

Back to top button