
টাইমস ডেস্কঃ সিলেটের জকিগঞ্জে পরকিয়া করে স্ত্রী পালিয়ে যাওয়ায় অভিমান করে স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের আনন্দপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে নিজ ঘরের চালার বর্গার সঙ্গে রশির লাগিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
আত্মহত্যাকারী আব্দুল মুমিন (৩৫) জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউপি’র আনন্দপুর গ্রামের ফাতাই মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, আব্দুল মুমিনের স্ত্রী কয়েক দিন আগে স্বামী ও ৩ সন্তান রেখে পরকীয়ার প্রেমিকের হাত ধরে চলে গেছেন। এরপর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছেন। আজ দুপুরে পরিবারের লোকজন ঘরের চালার বর্গার সঙ্গে রশির মাধ্যমে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য সিলেট এম.এ.জি.ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কী কারণে ওই যুবক আত্মহত্যা করেছেন তা খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।