এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত না হওয়া শর্তে, আত্মসমর্পণে রাজি ছা ত্র লীগ নেতা মাসুম

টাইমস ডেস্কঃ বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম আহমদ হাসানের স্বজনরা তাকে ছিনিয়ে নিয়েছে বলে পুলিশ অভিযোগ করলেও তার দাবি গ্রেপ্তার এড়াতে তিনি নিজেই পালিয়ে গেছেন। নিজের ফেসবুক আইডিতে এরকম একটি পোস্ট শেয়ার করে তিনি এই দাবি করছেন।
এতে তিনি দাবি করেছেন, ঘটনার দিন তার স্বজনদের কেউই তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেননি। পুলিশ তাকে জোর করে গাড়িতে উঠাতে চাইলে তিনি সেখান থেকে পালিয়েছেন। তবে ঘটনার পর তার বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। এই মামলায় পুলিশ যাদের আসামি করেছে তাদের ওপর থেকে মামলা প্রত্যাহার এবং যে নিরীহ ৪ চার ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে, তাদের মুক্তি দিলে তিনি স্বেচ্ছায় পুলিশের কাছে আত্মসমর্পণ করে কারাবরণ করবেন।
সেদিনের ঘটনার বর্ণনা দিয়ে ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম আহমদ হাসান নিজের ফেসবুক আইডিতে লিখেছেন, ‘সম্মানিত দক্ষিণভাগ তথা বড়লেখা উপজেলাবাসী আপনারা নিশ্চয়ই আমি মাসুম আজির আহমদ সম্পর্কে অবগত আছেন। আপনারা সবাই আমাকে ছোটবেলা থেকেই চিনেন এবং জানেন। আমি আমার জীবনের সম্পুর্ণ সময় এই এলাকায় কাটিয়ে দিয়েছি। দেশের বাহিরে গিয়ে আয়েশী জীবন আমাকে বিমোহিত করতে পারে নি। দলমত নির্বিশেষে ১৯৯২ সাল থেকে আপনারা বারবার একাধারে আমার বাবাকে নির্বাচিত করেছেন। আমি এই জনপদেই বেড়ে উঠেছি, এবং বেড়ে উঠার সাথে সাথে এই জনপদের প্রত্যেকটি মানুষের সাথে আমার সম্পর্ক গড়ে উঠেছে। তারই ফলস্রুত এই মাছুম আজিরকে ইউনিয়ন তথা উপজেলার প্রত্যেকটি মানুষ পরখ করে চিনেন।
‘বিগত ১৫/১৬ বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিলো। আমার বাবা মেম্বার থেকে চেয়ারম্যান, চেয়ারম্যান থেকে উপজেলা চেয়ারম্যান, চাচা জেলা পরিষদ সদস্য ছিলেন। আমি হলফ করে বলতে পারি, আমার এই জীবদ্দশায় আমি কোনো ব্যক্তির কিঞ্চিৎ পরিমাণ ক্ষতি করিনি। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে কি? আমি মাসুম আজিরের কাছ থেকে রাজনৈতিক ভাবে কেউ আঘাত পেয়েছেন। কিংবা আমি উপজেলা চেয়ারম্যানের ছেলে হিসেবে কারো সাথে ক্ষমতার দাপট দেখিয়েছি, কারো সাথে আঙ্গুল তুলে কথা বলেছি?
‘আওয়ামীলীগ সরকার থাকাকালীন আওয়ামীলীগ সরকারের কাছেই আমরা প্রায় বিরোধী ছিলাম। আমার আপন দুই জন চাচা মাওলানা আখতার হোসাইন এর উপর তৎকালীন সময় সাত আটটি মামলা ছিল এবং আমার চাচা আজিম উদ্দিনের উপর একটি মামলা ছিল।
‘আওয়ামী লীগ সরকারই ট্যাগ দিতো আমার এলাকা বিএনপি জামায়াত অধ্যুষিত এলাকা। আমরা বিএনপি জামায়াতকে শেল্টার দেই। আমার আব্বুও বলতেন, আমি চেয়ারম্যান সবার ভোটে নির্বাচিত হই। আমার কাছে রাজনৈতিক পরিচয়ের আগে আমার ইউনিয়ন/ উপজেলার মানুষ বেশী প্রাধান্যযোগ্য। আমাদের গ্রামের ইসলামী সংগঠন কর্তৃক আয়োজিত, আমাদের এলাকায় তাফসির মাহফিলে দেশ বরেণ্য উলামায়ে কেরামরা আসতেন, অনেক সময় তারিক মোনাওয়ার সহ অনেকেই আমাদের বাড়িতে আমন্ত্রিত হতেন। আমার আব্বু প্রায়ই সভাপতিত্ব করতেন এমনকি আমি নিজেই সংগঠনের জয়েন সেক্রেটারি ছিলাম। এই কার্যসূত্রে আমাদের অনেক বিতর্কিত হতে হয় ততকালীন সরকার বা দলিয় নেতাদের কাছে।’
‘আজকে হঠাৎ করে আমার উপরে বিনা মামলায় আক্রমণ করা হয়। আমার দুটি বাচ্চা অসুস্থ হাসপাতালে। আমি বলেছিলাম, আমার উপরে কোনো মামলা নেই। আমাকে ৩০ টা মিনিট সময় দিন। আমার দুটি সন্তানকে হাসপাতাল থেকে এনে মেডিসিন দিয়ে আমি কথা দিচ্ছি আমি থানায় যাবো। সে সময় বাজারে উপস্থিত ছিলেন বিএনপি জামায়াতের দায়িত্বশীল অনেক লোক, সবাই আমার যৌক্তিক কথাকে সাপোর্ট করেছেন। আমার উপরে কোনো মামলা না থাকায় আমি যৌক্তিক কারণ দেখিয়েছি, যেহেতু আমার উপরে কোনো মামলা নেই। আপনারা আজকের মতো আমাকে ৩০মিনিট সময় দিন। আমার কথায় কোনোভাবে রাজি না হয়ে সম্মানিত পুলিশ সদস্যবৃন্দ আমাকে জোর জবরদস্তি করে টেনে হিচড়ে গাড়িতে তুলার চেষ্টা করলে আমি নিজেই ওইখান থেকে পালিয়ে যাই। এখানে দস্তাদস্তি বা মারামারি কিছুই ঘটেনি।
আমি নিজেই মেনে নিতে কষ্ট হচ্ছে অত্যন্ত হৃদয় বিধারক যে একদম নিরপরাধী ৩ জন কলাজুরা বাজারের ব্যবসায়ী এবং আরেকজন কাশেম নগরের বাসিন্দাকে (তাজুল ইসলাম, জামিল আহমদ, গৌরধন বাবু)-কে গ্রেফতার করা হয়। উনারা অত্যন্ত সহজ সরল এবং কোনো রাজনৈতিক বেড়াজালে জড়িত নয়।’
‘আমি যদি প্রকৃত অপরাধী হই তাহলে আমার পরিবারের ছোট ভাইদের মামলা দেওয়া হয়েছে কেন? উল্লেখ্য, তাদের এখনো ১৮ বছরও হয়নি। অনেক প্রবাসী ভাইকে মামলায় ঢোকানো হয়েছে যারা বিগত অনেক বছর থেকে দেশের বাহিরে। এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র, তাদের লক্ষ্য একটাই আমাদের পরিবারকে কিভাবে নিশ্চিহ্ন করে দেওয়া যায় সমাজ থেকে। নিঃসন্দেহে রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার আমাদের পরিবার এবং এসব পরিকল্পিত ভাবেই হচ্ছে। যেখানে প্রশাসনের লোকেরা বলতেছে যে, আমাদের সাথে কোনো দস্তাদস্তি-মারামারি হয়নি। তারপরও গুঞ্জন উঠতেছে আমরা হামলা করেছি। তারই প্রেক্ষাপটে মামলা দেওয়া হয়েছে। বিষয়টা এখানেই গুলমাল এবং ষড়যন্ত্রের স্বীকার স্পষ্টই বোঝা যাচ্ছে। যাইহোক পরম করুণাময় আল্লাহ একজন আছেন। যে বা যারা আজকে আমার ক্ষতি করতেছে, কালকে তারা তাদের কৃতকর্মের ফল পাবে।’
‘বিঃদ্রঃ গত দিনের আগে আমার উপরে একটাও মামলা ছিলো না। বর্তমান পরিস্থিতিতে দাড়িয়ে আমার উপরে দুটি মামলা আরোপ করা হয়েছে। বড়লেখা উপজেলায় এমন কোনো রাজনীতিবিদ যদি থাকেন এবং যদি মনে হয় মাসুম একজন অপরাধী। যদি দায়িত্ব নেন আমি কারাবরণ করলে আমার সব নিরপরাধ ভাইর উপর থেকে মামলা তোলে নেওয়া হবে এবং আমার কলাজুরা বাজারের ৩ ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে তাদেরকেও ছেড়ে দেওয়া হয়। আমি সেচ্চায় আইনের প্রতি শ্রদ্বাশীল হয়ে কারাবরণ করতে রাজি। আমি জানি, বর্তমান পরিস্থিতিতে আমি সেচ্চায় কারাবন্দী হলে একটি লম্বা সময় আমাকে কারাবন্দিত্ব মেনে নিতে হবে। তবুও আমি চাই না আমার কারণে আমার কোনো ভাই, চাচা কিংবা এলাকার মানুষ ক্ষতিগ্রস্থ হোক। এমন কোনো রাজনীতিবিদ থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন।