বিশ্বনাথসিলেট

সততার কারনেই আমিরাতে নিজ দেশের সহকর্মীদের হাতে প্রান গেলো সিলেটের ফয়জুলের

টাইমস ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে নির্মাণাধীন ভবনে দায়িত্ব পালনকালে নির্মমভাবে খুন হন সিলেটের বিশ্বনাথ উপজেলার প্রবাসী ফয়জুল হক। প্রথমদিকে তাঁর মৃত্যু শুধুই সহকর্মীদের হামলার ঘটনায় ঘটেছে বলে জানা গেলেও, তদন্তে বেরিয়ে এসেছে হৃদয়বিদারক এক বাস্তবতা—সততার কারণেই প্রাণ দিতে হয়েছে তাঁকে।

ফয়জুল হক বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের ভূরকি (পাক্কাবাড়ি) গ্রামের বাসিন্দা হাজী রইছ আলীর ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন এবং আবুধাবির শামখা এলাকায় একটি বিল্ডিং কনস্ট্রাকশন কোম্পানিতে কর্মরত ছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের বিশ্বস্ততা ও সততার কারণে কোম্পানির মালামাল দেখভালের দায়িত্ব তাঁর ওপরেই ছিল।

ঈদুল ফিতরের ছুটির সময়ও সেই দায়িত্বে ছিলেন ফয়জুল। ঠিক সেই সময়েই তাঁর দুই সহকর্মী—ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা—মালামাল চুরি করতে চাইলে তাতে বাধা দেন তিনি। এতে ক্ষিপ্ত হয়ে ওই দুই সহকর্মী ঈদের পরদিন ফয়জুল অজু করছিলেন এমন অবস্থায় পেছন থেকে কাঠের মত কিছু দিয়ে মাথায় আঘাত করে। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

এ ঘটনায় আবুধাবির পুলিশ তদন্ত শুরু করেছে। ফয়জুলের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের হিমঘরে রাখা আছে। মরদেহ দেশে আনতে পরিবার বাংলাদেশ দূতাবাসের সহায়তায় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ফয়জুল হকের মৃত্যুতে তাঁর পরিবার ও এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। সকলের মুখে একটাই প্রশ্ন—সততা কি আজও নিরাপদ?
স্বজনরা হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Back to top button