আন্তর্জাতিক

বার্মিংহাম এখন ‘সিটি অফ ডাস্টবিন ‘

আশফাক জুনেদ, লন্ডন থেকেঃ

যুক্তরাজ্যের বার্মিংহামে বিন কর্মীদের ধর্মঘটের কারণে বার্মিংহাম সিটি কাউন্সিল প্রায় ৭ সপ্তাহ ধরে বাসা বাড়ি থেকে বর্জ্য অপসারন করছেনা। ফলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন বার্মিংহামের বাসিন্দারা। জায়গায় জায়গায় ময়লা আবর্জনার স্তূপ তৈরি হয়েছে। ব্রিটেন তথা ইউরোপের সর্ববৃহৎ এই সিটি কাউন্সিলের প্রায় প্রতিটি রাস্তায় এখন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গৃহস্থালির ময়লা আবর্জনা।

জানা গেছে, কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী বিন কর্মীদের ছাঁটাই ও বেতন ভাতা বৃদ্ধি না করার প্রতিবাদে ইউনাইট ইউনিয়নের ধর্মঘটের কারনে এ জটিলতা সৃষ্টি হয়েছে। ফলে গত প্রায় ৭ সপ্তাহ ধরে কাউন্সিল হাউসহোল্ড থেকে বিন কালেকশন করছে না। ফলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পরেছেন বার্মিংহামের প্রায় ১২ লাখ নাগরিক। আনুমানিক ১৭ থেকে ২০ হাজার টন বর্জ্য কালেকশন না করার ফলে ইঁদুর, পোকা মাকড় ও শিয়ালের উপদ্রব বেড়েছে কয়েকগুণ।

এ বিষয়ে বার্মিংহামে বসবাসরত বাসিন্দারা জানান, ৭ সপ্তাহ ধরে বিন কালেকশন না করায় ঘরের সামনে ময়লার স্তুপ তৈরি হয়েছে। ফলে বেড়েছে ইদুরের উপদ্রব। তারা পলিথিন কেটে ফেলছে। যার কারণে ময়লা আবর্জনা থেকে দুর্গন্ধ বের হচ্ছে এবং পরিবেশ দুষন হচ্ছে। বাচ্চারা স্কুলে যাওয়ার সময় দুর্গন্ধে নাক ঢেকে যেতে হচ্ছে। এছাড়া বাসা-বাড়িতে ইদুর ঢুকে ঘরের আসবাপত্র নষ্ট করে ফেলছে৷ তারা দ্রুত এই সমস্যার সমাধান চান। না হলে কাউন্সিল ট্যাক্স দেওয়া বন্ধ করে দিবেন বলেও জানান তারা।

এ বিষয়ে যুক্তরাজ্যের স্থানীয় সরকারমন্ত্রী জিম ম্যাকমাহন গণমাধ্যমকে বলেছেন, “এই ধর্মঘট শহরের সবচেয়ে দরিদ্র ও অসহায় নাগরিকদের জন্য বড় স্বাস্থ্যঝুঁকি তৈরি করেছে।” তিনি জানিয়েছেন, পরিস্থিতি সামাল দিতে সরকার সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। তবে তিনি জোর দিয়ে বলেন যে, “যেকোনো সমঝোতা অবশ্যই জনগণের করের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করবে।”

অন্যদিকে ইউনাইট ইউনিয়ন জানিয়েছে, তাদের বেতন কমানোর সিদ্ধান্ত প্রত্যাহার না করলে ধর্মঘট চলবে। তবে সিটি কাউন্সিল জানিয়েছে, তারা আধুনিক ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে চাইছে, যেখানে নির্ভরযোগ্য পরিষেবা নিশ্চিত করা হবে।

Back to top button