বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারের কৃতি সন্তান শাহজাহান কমর আর নেই, বিয়ানীবাজারে জানাজা রাত ৯টায়, প্রেস ক্লাবের শোক

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারের কৃতি সন্তান বাংলাদেশের সমকালীন পেশাদার সাংবাদিকতার আইকন, জাতীয় দৈনিক আমাদের সময় পত্রিকার মফস্বল সম্পাদক এবং ছড়াকার শাহজাহান কমর (৫৫) আর নেই। তিনি ঢাকার মুগদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার বিকাল ৫.১৫ মিনিটের সময় বড়লেখায় তার বর্তমান পৈতৃক নিবাস গ্রামতলা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজার নামাজ তার পুরাতন নিবাস বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের কালাইউরা সুনাতলা মাঠে রাত ৯টায় অনুষ্ঠিত হবে।

গুনী এ সাংবাদিকের মৃত্যুর খবর ও জানাজার নামাযের খবর তার ভাই শিক্ষক সালাউদ্দিন মল্লিক নিশ্চিত করেছেন।

মৌলভীবাজার জেলার অগ্রনী পুরুষ, ছড়াকার শাহজাহান কমর বড়লেখা উপজেলাধীন দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের গ্রামতলা গ্রামের মরহুম সিদ্দেক আলীর ৬ষ্ঠ সন্তান। তিনি দৈনিক আমাদের সময় পত্রিকার মফস্বল সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন।

গুনী নিভৃতচারি এ সাংবাদিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিয়ানীবাজার প্রেস ক্লাবের সভাপতি সুয়াইবুর রহমান স্বপন এবং তোফায়েল আহমদ। এক শোকবার্তায় তারা মরহুমের মাগফিরাত কামনা এবং তাঁর শোকাহত পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Back to top button