কুলাউড়ামৌলভীবাজার

কুলাউড়ায় পুলিশের উপর হামলা ও আসামী ছিনিয়ে নেয়ার অভিযোগে আটক ৪

আবদুল আহাদ, কুলাউড়া: মৌলভীবাজারের কুলাউড়ায় পুলিশের উপর হামলা চালিয়ে আসামী ছিনিয়ে নেওয়ার অভিযোগে ৪ জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার ভাটেরা ইউনিয়নে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

জানা যায়, ভাটেরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ৯ নং ওয়ার্ড সেক্রেটারি মো: শহিদ মিয়াকে আটক করতে এসআই মোঃ ছাদেক মিয়ার নেতৃত্বে সোমবার (৭ এপ্রিল) বিকালে অভিযান চালায় পুলিশ। আসামী মো: শহিদ মিয়াকে আটক করে নিয়ে আসার সময় ভাটেরা রাবার বাগানের মেইন গেইটে স্থানীয় একটি সংঘবদ্ধ চক্র পুলিশকে লক্ষ্য করে গালাগালি শুরু করে। এক পর্যায়ে পুলিশের উপর হামলা চালিয়ে আসামী মো: শহিদ মিয়াকে ছিনিয়ে নিয়ে যায়। আসামী ছিনিয়ে নেয়ার সময় এসআই মো: ছাদেক মিয়া আহত হন।

ঘটনাস্থল থেকে ফিরে এসে এসআই মো: ছাদেক মিয়া বাদী হয়ে কুলাউড়া থানায় একটি মামলা (নং- ১০(০৪) ২৫) দায়ের করেন। রাতেই পুলিশ ভাটেরা ইউনিয়নের কলিমাবাদ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে খলিল মিয়া (১৮), জিমুল মিয়া (১৮), রুমন মিয়া (৩১), ইমন মিয়া (২৯), কে আটক করে। এদের সবার বাড়ি কলিমাবাদ গ্রামে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো: গোলাম আপছার জানান, আটককৃত ৪ আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে। ছিনিয়ে নেয়া আসামী মো: শহিদ মিয়াসহ বাকিদের আটকে চেষ্টা চলছে।

Back to top button