বিয়ানীবাজারে দুই আওয়ামীলীগ নেতা গণঅধিকার পরিষদের আহ্বায়ক-সদস্য সচিব, একদিন পর কমিটি স্থগিত!

বিয়ানীবাজার টাইমসঃ ভিপি নুরুল হক নুরুর দল গণঅধিকার পরিষদের ঘোষিত বিয়ানীবাজারের আহ্বায়ক কমিটিতে সভাপতি ও সদস্য সচিব দুজনই আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। এখবর গনমাধ্যমে আসার পর সমালোচনা শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে, পরদিন কমিটি স্থগিতের একটি কপিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
জানা যায়, বুধবার (১৯ মার্চ) গণঅধিকার পরিষদের সিলেট জেলা শাখার আহবায়ক রহমতে এলাহী লস্কর নাইম ও সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন সুজন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিয়ানীবাজার উপজেলার তিলপারা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা বিবেকানন্দ দাসকে আহ্বায়ক ও আওয়ামীলীগ নেতা পঙ্কজ কুমার চৌধুরীকে সদস্য সচিব ঘোষনা করা হয়। কমিটি ঘোষনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এনিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। পরদিন সিলেট জেলা গণঅধিকার পরিষদের দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ন সদস্য সচিব হারুনুর রশীদ স্বাক্ষরিত আরেকটি প্যাডে কমিটি স্থগিতের খবর জানানো হয়। তবে এব্যাপারে দায়িত্বশীল কেউ কথা বলতে রাজী হননি।
গণঅধিকার পরিষদের আহ্বায়কের দায়িত্ব পাওয়া বিবেকানন্দ দাস বিগত ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন বাচাইয়ে দলীয় ভোটে জিতলেও নৌকা প্রতীক পাননি। এছাড়াও সদস্য সচিবের দায়িত্ব পাওয়া পংকজ কুমার চৌধুরী বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জামাল হোসেনের অনুসারি ছিলেন।
এ ব্যাপারে স্থগিত হওয়া কমিটির আহ্বায়ক বিবেকানন্দ দাস বলেন, আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম ঠিকই তবে ২০২১ সালে ইউপি নির্বাচনে আমার সাথে বৈষম্য হওয়ার পর আমি স্বতন্ত্রভাবে ইউপি নির্বাচন করি নৌকার বিরুদ্ধে এরপর আওয়ামীলীগ আমাকে বহিষ্কার করে। এ ঘটনার পর থেকে আমি আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত নই। তিনি উল্লেখ করেন, নুরুল হক নুরুর নের্তৃত্বে কোটাবিরোধী আন্দোলন থেকে নুরের প্রতি তার ভালোলাগা কাজ করায় তার দলে যোগ দিয়েছি।