বড়লেখামৌলভীবাজার

বড়লেখায় সীমান্তে দুই নারী আ ট ক

বড়লেখা প্রতিনিধিঃ অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কুমারশাইল সীমান্ত থেকে দুই নারীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) ভোররাতে অভিযান চালিয়ে তাদের আটক করে বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) লাতু বিওপির সদস্যরা।

আটককৃতরা হলেন- কুমিল্লা জেলার সদর থানার রামপুর গ্রামের আমেনা ও নড়াইল সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের হালিমা খাতুন। বিষয়টি নিশ্চিত করেছেন বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কাশেম সরকার।

বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোররাতের দিকে মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুর ইউনিয়নের কুমারশাইল সীমান্ত এলাকায় টহল চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা মেইন পিলারের (নম্বর-১৩৬৭) অভ্যন্তরে কুমারশাইল এলাকা থেকে দুই নারীকে আটক করে। তারা সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিল।

স্থানীয়রা জানান, আটকের পর জিজ্ঞাসাবাদে দুই নারী জানায়, তারা দালালের মাধ্যমে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। তবে দুই নারীকে আটক করা গেলেও তাদের সাথে থাকা দালাল চক্রের সদস্যরা কৌশলে পালিয়ে যায়।

এদিকে বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের জন্য সীমান্ত রেখা অতিক্রিম করার অপরাধে লাতু বিওপির (৫২-বিজিবি) নায়েক দেবাশীষ রায় বাদী হয়ে আটক দুই নারীর নামে বড়লেখা থানায় মামলা করেছেন।

এ বিষয়ে ওসি মোহাম্মদ আবুল কাশেম সরকার বলেন, ‘বাংলাদেশ থেকে ভারতের অনুপ্রবেশের চেষ্টার অপরাধে বিজিবির পক্ষ থেকে দুই নারীর নামে মামলা দেওয়া হয়েছে। আটক দুই নারীকে আদালতের মাধ্যমে মৌলভীবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Back to top button