কুলাউড়ামৌলভীবাজার
কুলাউড়ায় পুত্রসহ ইউপি চেয়ারম্যান সোহাগ আটক

কুলাউড়া প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য ও রাউতগাও ইউনিয়নের চেয়ারম্যান আকবর আলী সোহাগ (৫০) ও তার ছেলে ছাত্রলীগ নেতা শাহান আহমদ (৩০)কে আটক করেছে পুলিশ।শুক্রবার দুপুরে তাদেরকে রাউতগাও এলাকা থেকে আটক করা হয়।
কুলাউড়া থানার ওসি গোলাম আপছার জানান, বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের মিছিলে হামলার অভিযোগে দায়েরকৃত মামলার আসামী হিসাবে তাদেরকে আটক করা হয়েছে। আটককৃতদের শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। এতদিন পলাতক থাকায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি।