বিয়ানীবাজার সংবাদ

দেড় যুগ পর বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রদলের সম্মেলন, প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবে নের্তৃত্ব

বিয়ানীবাজার টাইমসঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিয়ানীবাজার সরকারি কলেজ শাখার নেতৃত্ব নির্বাচন হবে সরাসরি ভোটের মাধ্যমে। আগামীকাল সকাল ১০টা থেকে কলেজ ক্যাম্পাসে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দুপুর ১ টায় ভোট গ্রহণ শেষ হলে কেন্দ্রেই ফলাফল ঘোষণা করা হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার কামরান আহমদ।

বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাহেদ আহমদ, ইয়াসিন আরাফাত ও রাহিম হোসেন এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন রায়হান আহমদ, আবিদ রেজা ও মাবি আলম রুহান।

এদিকে প্রায় দেড় যুগ পর বিয়ানীবাজারে ভোটের মাধ্যমে ছাত্রদলের নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বেশ উদ্দীপনা লক্ষ করা গেছে। তিনশতাধিক ভোটারের ভোট প্রয়োগের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হবে বলে জানান দায়িত্বশীল।

Back to top button