বিয়ানীবাজার সংবাদ

সাংবাদিক তোফায়েল আহমদের পিতার জানাজা ও দাফন সম্পন্ন, প্রেস সচিবসহ বিভিন্ন মহলের শোক

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, বিয়ানীবাজার টাইমস’র সম্পাদক ও প্রকাশক, টাইমস টিভির সিইও এবং দৈনিক নয়াদিগন্ত ও জালালাবাদ পত্রিকার বিয়ানীবাজার প্রতিনিধি সাংবাদিক তোফায়েল আহমদের পিতা ডাঃ আব্দুল আজিজ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার ভোর ৫ টায় তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, ৩ পুত্র, ৩ কন্যা, পুত্রবধূ, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সাংবাদিক তোফায়েল আহমদের পিতা সমাজহিতৈষী আব্দুল আজিজ এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, সিলেট-৬ আসনের সংসদ সদস্য প্রত্যাশী বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী, জামায়াতের ঢাকা উত্তরের আমীর ও মনোনয়ন প্রত্যাশী সেলিম উদ্দিন, সিলেট জেলা বিএনপির সহসভাপতি নজমুল হোসেন পুতুল, শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক আবু নাসের পিন্টু, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমদ রেজা, সাধারন সম্পাদক ছরওয়ার হোসেন, জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মাওলানা ফয়জুল ইসলাম ও সেক্রেটারি কাজী আবুল কাশেম, সিনিয়র সাংবাদিক হাসানুল হক উজ্জল, সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তার সম্পাদক ছাদেক আহমদ আজাদ, আগামী প্রজন্ম সম্পাদক মিলাদ মোঃ জয়নুল ইসলাম, বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি সুয়াইবুর রহমান স্বপন, জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আহমেদ ফয়সাল প্রমুখ।

এক শোকবার্তায় তারা মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

এদিকে, মরহুমের জানাজার নামাজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বাদ জুম’আ বিয়ানীবাজার উপজেলার বারইগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ জানাজায় শরিক হন। পরে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজার নামাজে উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী, মুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল খায়ের, বিয়ানীবাজার উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোস্তফা উদ্দিন, লাউতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিক আহমদ, সিনিয়র সাংবাদিক এম. হাসানুল হক উজ্জ্বল, মিলাদ মো. জয়নুল ইসলাম, শাহীন আলম হৃদয়, সুয়াইবুর রহমান স্বপন প্রমুখ।

Back to top button