বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজার খলিল চৌধুরী আদর্শ বিদ্যা নিকেতনের এডহক কমিটির অনুমোদন

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার পৌরশহরে অবস্থিত খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতন এর ম্যানেজিং কমিটির ৪ সদস্য বিশিষ্ট এডহক কমিটি অনুমোদন হয়েছে।

গত ০৯ ফেব্রুয়ারি আবুল কাহের চৌধুরী শামীমকে সভাপতি করে এই কমিটি অনুমোদন করেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট এর বিদ্যালয় পরিদর্শক মো. মঈনুল ইসলাম।

এডহক কমিটির অভিভাবক সদস্য মনোনীত হয়েছেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ছরওয়ার হোসেন।

এছাড়া শিক্ষক সদস্য মনোনীত হয়েছেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুছ সালাম। পদাধিকারবলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।

Back to top button