বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে রাতের আধারে কবরস্থান দখল করে রাস্তা নির্মান, পুলিশের অভিযানে আটক ১

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার লাউতা ইউনিয়নের বারইগ্রামে আদালতের নির্দেশনা অমান্য করে কবরস্থানের উপর দিয়ে রাস্তা নির্মানের অভিযোগে এক নির্মান শ্রমিককে আটক করেছে পুলিশ। বুধবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বারইগ্রাম ত্রিমুখী সংলগ্ন মসজিদের পূর্ব পাশের কবরস্থান থেকে আটক করে।

আটককৃত শ্রমিকের নাম রাজু আহমদ (২৫), সে উপজেলার লাউতা ইউনিয়নের টিকরপাড়া গ্রামের মানিক উদ্দিনের ছেলে। সে আব্দুল্লাহপুর সরকার থেকে প্রাপ্ত ঘরে বসবাস করে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে টহলরত পুলিশ গভীর রাতে লাউতা ইউনিয়নের বারইগ্রাম কবরস্থানে আদালতের নির্দেশনা অমান্য করে রাস্তা নির্মানের চেষ্টাকালে এক শ্রমিককে আটক করে তখন সেখানে থাকা বাকি শ্রমিকরা পালিয়ে যায়।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফ উজ্জামান বলেন, আটককৃত ব্যাক্তিকে যথাযথ আইন মেনে আদালতে সোপর্দ করা হয়েছে।

Back to top button