বিয়ানীবাজার-গোলাপগঞ্জের উন্নয়নে কাজ করতে চাই- সংবাদ সম্মেলনে এডভোকেট জাহিদুর রহমান

বিয়ানীবাজার টাইমসঃ সিলেট-৬ আসনে গনঅধিকার পরিষদের প্রার্থী হিসাবে মাঠে রয়েছেন প্রবাসী অধিকার পরিষদের সহ সভাপতি যুক্তরাজ্য প্রবাসী এডভোকেট জাহিদুর রহমান বলেছেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে গন অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুরের সাথে পরিচিত হয়ে তার নের্তৃত্বাধীন গন অধিকার পরিষদে যোগদান করি এবং সিলেট -৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী হিসাবে দলের গ্রীন সিগনাল পেয়ে কাজ শুরু করি। বিগত কয়েক মাসে দুই উপজেলায় কাজ করে মানুষের সাথে মিশেছি এবং সমস্যা ও দূর্ভোগের কথা শুনেছি। আমি আশা করি বিয়ানীবাজার গোলাপগঞ্জের মানুষের মৌলিক ও নাগরিক অধিকার দিতে সচেষ্ট থাকবো।
তিনি মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিয়ানীবাজার পৌর শহরের একটি অভিযাত রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে বিয়ানীবাজারে কর্মরত সাংবাদিকদের এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, বিভিন্ন সামাজিক সংঘটন ও চ্যারিটির সাথে দীর্ঘদিন চলার সুবাধে মানুষ নিয়ে কাজ করেছেন, বিয়ানীবাজার-গোলাপগঞ্জের মানুষ দীর্ঘদিন থেকে উন্নয়ন থেকে বঞ্চিত। বিশেষ করে যোগাযোগ ব্যবস্থা, আমি যদি নির্বাচিত হই তাহলে অগ্রাধিকারের ভিত্তিতে রাস্তাঘাট সহ অন্যান্য উন্নয়নমূলক কাজ করবো। আর যদি নির্বাচিত নাও হই তবুও এই এলাকার মানুষের পাশে থাকবো।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ বিয়ানীবাজার উপজেলা কমিটির উপদেষ্টা হাজী কমর উদ্দিন ও মাহবুব হোসেন, রাজনীতিক ও সমাজসেবী বিবেকানন্দ দাস, গণঅধিকার পরিষদ বিয়ানীবাজার উপজেলা কমিটির যুগ্ম আহবায়ক পংকজ কুমার চৌধুরী ও কাশেম উদ্দিন, গণঅধিকার পরিষদ গোলাপগঞ্জ উপজেলা কমিটির সদস্য সচিব আব্দুর রহিম, যুবঅধিকার পরিষদ নেতা কাওছার আহমদ ও আবু সুফিয়ান প্রমুখ।