
ওসমানীনগর প্রতিনিধিঃ সিলেটের ওসমানীনগরে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী পালন করেছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ওসমানীনগর দয়ামীর ব্রাঞ্চ। বুধবার (১৫ আগস্ট) দুপুরে ব্যাংকটির শাখায় বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে মিলাদ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ব্যাংকটির শাখা ব্যবস্থাপক নজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওসমানীনগর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আহ্বায়ক কমিটির আহ্বায়ক আনিসুজ্জামান সেলিম, আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট খন্দকার মাসুম আহমদ ও মো: সেলিম আহমদ।
দোয়া পরিচালনা করেন মাওলানা রহমতুল্লাহ। এছাড়াও মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা শেষে স্থানীয় বাজারে অসহায় শতাধিক মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।