জুলাইয়ে শহীদ পরিবার ও আহতদের সাথে বিয়ানীবাজারে নাগরিক কমিটির মতবিনিময় সভা

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্থবায়নের লক্ষ্যে অভ্যুথানের শক্তি নাগরিক আহত ও শহীদ পরিবারের সাথে তরুণ নাগরিকদের সমন্বয় গঠিত জাতীয় নাগরিক কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বাদ সন্ধ্যা বিয়ানীবাজার পৌরশহরস্থ এক অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ব্যবসায়ী মো. রুহুল আমীন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক সার্চ কমিটির সদস্য আজহার উদ্দিন খান ও আব্দুর রহিম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলার যুগ্ম আহ্বায়ক শাহরিয়ায় ইমন, ডা. শাহিদ আহমদ তুহিন, শহীদ আবু তুরাবের বড় ভাই জাবুর আহমদ, ব্যাংক কর্মকর্তা কামরুল হাসান লোদী। জুলাই অভ্যুত্থানে আহতরাসহ আরো অনেকে।
মতবিনিময় সভায় জাতীয় নাগরিক সার্চ কমিটির সদস্য আজহার উদ্দিন খান বলেন, বিগত জুলাই অভ্যুত্থান আমাদের সামনে একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। আমাদের দায়িত্ব এই সুযোগকে কাজে লাগিয়ে একটি ন্যায়ভিত্তিক, সুশাসনপূর্ণ এবং জনগণের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র ব্যবস্থা তৈরি করা। যারা শহিদ হয়েছেন, তাঁদের আত্মত্যাগ বৃথা যেতে পারে না। তাঁদের স্বপ্ন ছিল একটি সুশাসিত, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন দেশ। আমাদের আন্দোলন সেই অসমাপ্ত স্বপ্নকে বাস্তবায়ন করার জন্যই।
জাতীয় নাগরিক সার্চ কমিটির সদস্য আব্দুর রহিম বলেন, পুরনো রাজনৈতিক ব্যবস্থা নাগরিক হিসেবে আপনার কোনো অধিকার তো নিশ্চিত করতে পারেনি, আবার একইসাথে এই ব্যবস্থা মানুষ হিসেবে জন্মগতভাবে পাওয়া আপনার সমস্ত সম্ভাবনা বিকাশে বাধাস্বরূপও। আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি সেখানে নাগরিক হিসেবে আপনার পূর্ণ অধিকারের নিশ্চয়তা তো থাকবে একইসাথে মানুষ হিসেবে জন্মগতভাবে পাওয়া আপনার যে অপরিসীম সম্ভাবনা তার বিকাশের উপযুক্ত পরিবেশও নিশ্চিত করা হবে।