বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে ব্যবসায়ী নিখোঁজের ঘটনায় ঘন্টাব্যাপী সড়ক অবরোধ

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার ব্যবসায়ী যুবক নিখোঁজের ঘটনায় সন্ধ্যায় ঘন্ট্যাব্যাপী সড়ক অবরোধ করেছে যুবক ব্যাবসায়ীরা। পরে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় তারা। বৃহস্পতিবার সন্ধ্যায় বিয়ানীবাজার পৌরশহরে এই ঘটনা ঘটে।

এসময় পুরো বিয়ানীবাজার থমকে যায় দূর্ভোগে পড়েন হাজার হাজার মানুষ, অনেককে ক্ষোভ ঝাড়তে দেখা যায়।

প্রতিবেদকের সাথে আলাপকালে ব্যবসায়ী পরিচয়ে অবরোধকারি যুবকরা জানান, তাদের ব্যবসায়ী বন্ধু নিখোঁজের একদিন পার হলেও এখন পর্যন্ত প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ চোখে পড়েনি। তাই প্রশাসনে দৃষ্টি কাড়তে তারা রাস্তা অবরোধ করেছেন।

পরে বিয়ানীবাজার উপজেলা নির্বাহি কর্মকর্তা গোলাম মুস্তাফা মুন্না ও থানার ওসি মোঃ আশরাফ উজ জামানের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা।

Back to top button